টরন্টো, ১১ এপ্রিল- বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে কানাডার প্রথম পূর্ণাঙ্গ বাংলা টিভি চ্যানেল দেশে বিদেশে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। কথা, কবিতা ও গানের সমন্বয়ে এ অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে ১৩ এপ্রিল ২০২০ (সোমবার ) সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানটি একই সাথে প্রচারিত হবে দেশে বিদেশের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠানটির উপস্থাপনা ও সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন জনপ্রিয় উপস্থাপিকা মেরী রাশেদীন। বিশ্বের বিভিন্ন শহর থেকে শিল্পীরা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারীরা হচ্ছেন: মাসুম হাসান কবিতা (লেসেথো) আজাদ সোহেল কবিতা (সুইজারল্যান্ড) আকলিমা চমন কবিতা (অটোয়া) গোপন সাহা কবিতা (নিউ ইয়র্ক) মেহরাব রহমান কবিতা (টরন্টো) হোসনে আরা জেমী কবিতা (টরন্টো) কামরান করিম কবিতা (টরন্টো) ফ্লোরা নাসরিন ইভা কবিতা (টরন্টো) সংগীত পরিবেশন করবেন: শিখা রউফ (টরন্টো) মুক্তি প্রসাদ (টরন্টো) শারমিন শরিফ (টরন্টো) রাজীব হাসান চৌধুরী (টরন্টো) কথা: হাসান মাহমুদ (টরন্টো) বর্তমান সমযের কঠিন বাস্তবতার মাঝে থেকেও বিষন্ন মনকে প্রশান্তময় করে তুলতে এ আয়োজন। আশা করি সবাই উপভোগ করবেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VkokiR
April 12, 2020 at 05:44AM
12 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top