পহেলা বৈশাখ শব্দটি শুনলেই যেনো মনের কোণে রঙ ছড়িয়ে পড়ে। এ যে বাঙালির প্রাণের উৎসব। জাতি-ধর্ম-বর্ণ সব ভুলে সবাই যেন মিলেমিশে একাকার হয়ে যায় দিনটিতে। জীর্ণ, পুরাতন সব মুছে দিয়ে প্রাণে নতুনের আলো জ্বালাতে এবার এলো নতুন বাংলা বছর ১৪২৭। কিন্তু অন্যান্য বারের মত এই বছরে নানান রঙে রাঙাতে পারে নি শহর। রঙ-বেরঙের পোশাকে বৈশাখ বরণে ঢল নামে নি হাজারো তরুণ-তরুণীর। নভেল করোনাভাইরাস যেন কেড়ে নিয়েছে এবারের বৈশাখের সবটুকু রঙ। এ দিনটিকে ঘিরে তারকাদের নানান পরিকল্পনা থাকলেও প্রাণঘাতী ভাইরাস থামিয়ে দিয়েছে সবকিছু। ঘরবন্দি হয়ে আছেন শোবিজের তারকারা। ঘরে বসেই বছরের প্রথম দিন উদযাপন করছেন তারকারা। বাংলা নতুন বছরের প্রথম দিন কেমন কাটছে তা নিয়ে জানালেন তরুণ সংগীতশিল্পী আতিয়া আনিসা। আনিসা বলেন, গত ৩ বছর ধরে বৈশাখ উদযাপন ঠিক আগের মত করা হচ্ছে না তার কারণ হচ্ছে স্টেজ শো। গত ৩ বছরই শো ছিল এদিন। যদিও ছোটবেলা থেকেই পহেলা বৈশাখের এ উৎসবে আমি স্কুল,কলেজের অনুষ্ঠানে নাচ,গানের পারফর্ম করে এসেছি। কিন্তু বৈশাখের দিন বিকাল বেলা পরিবারের সবাইকে নিয়ে, তারপর বন্ধুদের নিয়ে ঘুরতে বের হওয়া হতো সবসময়। কিন্তু গত দুই বছর ঢাকার বাইরে শো থাকায় সেটি সম্ভব হয় নি। তবে ভক্তদের সঙ্গে উদযাপন করেছিলাম, সে এক অন্যরকম অভিজ্ঞতা। তিনি আরও বলেন, এবার দেশের পরিস্থিতির কথা সবাই জানি। তাই এই সময়ে উৎসবে না মেতে সবাই নিজেদের এবং অন্যের ভালোর জন্য অবশ্যই ঘরে থেকে পরিবারের সাথে যার যার সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করুন। আমি আমার পরিবারের সাথে ঘরে বসেই দিনটি উদযাপন করবো। সম্ভব হলে বৈশাখী সাজে নিজেকে রাঙাবো, আম্মুকে রান্নায় সহযোগিতা করবো। আর/০৮:১৪/১৪ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2V9VcMt
April 14, 2020 at 10:32AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন