মুম্বাই, ২০ এপ্রিল - করোনাভাইরাসের কারণে লকডাউনের সময়টা নানান মজাদার কাজ করেই কাটাচ্ছেন বিশ্বের ক্রীড়াবিদরা। ক্রিকেটসংশ্লিষ্টরা সময়টা পার করছেন নিজেদের স্মৃতির পাতায় ঘুরে কিংবা বিভিন্ন বিশ্লেষণী আলোচনার মাধ্যমে। এর বাইরে সবাইকে সচেতনতামূলক বার্তা দেয়া তো আছেই। এর মধ্যে ভারতীয় ক্রিকেটাররা মেতেছেন বিভিন্ন লাইভ সেশনে। কেউ কেউ ইউটিউবে করছেন লাইভ আড্ডা, আবার অনেকেই বেছে নিয়েছেন ইন্সটাগ্রামকে। শনিবার তেমনই এক আড্ডায় মুখোমুখি হয়েছিলেন ইরফান পাঠান ও মোহাম্মদ শামি। ইন্সটাগ্রামে করা এই আড্ডায় ক্রিকেটের পাশাপাশি অনেক বিষয় নিয়েই কথা বলেছেন তারা দুজন। প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মাকে। ইরফানের মতে, রোহিতের ব্যাটিং যেন কবিতার মতোই শান্তিপূর্ণ। ইরফান বলেন, মাঝেমধ্যে আমি যখন রোহিত শর্মার খেলার সময় ধারাভাষ্য করি, আমার মনে হয় সে একজন কবি। ক্রিকেটার নয়। তার ব্যাটিং মাখনে ছুঁড়ি চালানোর মত, ঠিক যেন কবিতা। বোলাররাও বুঝতে পারে না যে সে (রোহিত) ধুমধারাক্কা ব্যাটিং করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এই কথার সঙ্গে একমত প্রকাশ করে শামি আরও যোগ করেন, ঠিক বলেছেন। আমি মনে করি ক্রিকেট শেখার জন্য রোহিত একটা প্যাকেজ। সে নিখুঁত ব্যাটসম্যান। সে যখন ব্যাটিং করে তখন শেখার জন্য অনেক কিছুই থাকে। সে বোলারদের ছাতু বানাবে, আপনি শেখার সুযোগ পাবেন। আপনি ব্যাটসম্যান হলে বুঝতে পারবেন, প্রতিটা শট খেলার জন্য তার হাতে কতটা সময় থাকে। সে ভিন্ন পর্যায়ের এক ব্যাটসম্যান। এর আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন বলেছিলেন, ক্রিকেটকে সহজ বানিয়ে ফেলেছেন রোহিত। তার ভাষ্য ছিল, রোহিত আমার অন্যতম প্রিয় ক্রিকেটার। যাকে সেরা ছন্দে দেখতে দারুণ লাগে। সে ক্রিকেটকে দুনিয়ার সবচেয়ে সহজ খেলা বানিয়ে ফেলে। বিশ্বের সেরা ক্রিকেটাররাই এমন পারে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KkxQ09
April 20, 2020 at 02:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top