কলম্বো, ০৫ এপ্রিল - করোনাভাইরাসের প্রভাবে খেলাধুলা নেই, ক্রীড়াবিদদের কাটছে গৃহবন্দী সময়। কেউ কেউ এরই মধ্যে নিতে করেছেন মজার মজার চ্যালেঞ্জ। ফুটবলার নিতে শুরু করেছেন টয়লেট পেপার চ্যালেঞ্জ, ক্রিকেটাররা খেলছেন ফুল কিট চ্যালেঞ্জ। সবারই মন্ত্র একটাই, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। তবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের চিন্তাভাবনা যেন আরেকটু প্রসারিত। তাদের মন্ত্রটা খানিক বেড়ে হয়েছে, ঘরে থাকুন, নিরাপদ থাকুন, আগামীটা নিরাপদ করুন। সেটা কীভাবে? নতুন কোন টোটকা নয়। বরং যুগ যুগ ধরেই চলে আসা, বৃক্ষরোপনের মাধ্যমে। হ্যাঁ! মানুষজন যখন ঘরে বন্দী তখন নিজেকে নতুন করে সাজিয়ে নেয়ার সময় পেয়েছে প্রকৃতি। আর এটিকে যথাযথ কাজে লাগানোর জন্য ঘরে বসেই বাগান করার চ্যালেঞ্জ নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এই চ্যালেঞ্জের নাম দিয়েছেন হোম গার্ডেন চ্যালেঞ্জ। অর্থাৎ করোনাভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাইনে যে সময়টা কাটছে, সেটাকে তারা রূপান্তর করেছেন হোম গার্ডেনে। এরই মধ্যে এই চ্যালেঞ্জে অংশ নিয়েছেন শ্রীলঙ্কার তিন অধিনায়ক দিমুথ করুনারাত্নে, দীনেশ চান্দিমাল ও থিসারা পেরেরা। মনোনীত করেছেন আরও অনেককে। নিজের চ্যালেঞ্জ পূরণ করে টুইটারে থিসারা লিখেছেন, আপনি আজকে যা রোপন করলেন, আগামীকাল এটিই হবে আপনার ফসল। ধন্যবাদ চান্দিমাল (দীনেশ চান্দিমাল) এই হোম গার্ডেন চ্যালেঞ্জের জন্য। আমি এখন এই চ্যালেঞ্জের জন্য মনোনীত করছি উপুল থারাঙ্গা, জীবন মেন্ডিস, দিলশান মুনাভিরা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। শ্রীলঙ্কার খাদ্য স্বয়ংসম্পূর্ণতায় সবাই আমাদের সঙ্গী হন। উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্দিমালকে আবার এই চ্যালেঞ্জ দিয়েছিলেন বাঁহাতি ওপেনার দিমুথ করুনারাত্নে। নিজের চ্যালেঞ্জ পূরণ করে চান্দিমাল চ্যালেঞ্জ দেন আরও পাঁচজনকে। যার মধ্যে অন্যতম ছিলেন থিসারা পেরেরা। চান্দিমাল টুইটারে লিখেন, আজকে একটা বাগান করার মানে আপনি আগামীকালকে বিশ্বাস করছেন। ধন্যবাদ দিমুথ (দিমুথ করুনারাত্নে) আমাকে এই হোম গার্ডেন চ্যালেঞ্জে মনোনীত করায়। আমি এখন কুমার সাঙ্গাকারা, থিসারা পেরেরা, কালিন্দু করুনারাত্নে, ধামিকা প্রসাদ ও রেক্স ক্লেমেন্টিনকে মনোনীত করছি। শ্রীলঙ্কার খাদ্য স্বয়ংসম্পূর্ণতায় সবাই আমাদের সঙ্গী হন। লঙ্কান ক্রিকেটারদের মধ্যে এই হোম গার্ডেন চ্যালেঞ্জের শুরুটা করেছেন করুনারাত্নেই। তাকে এই চ্যালেঞ্জে মনোনীত করেছিলেন নামাল রাজাপাকশে। পরে করুনারাত্নে গাছ লাগিয়ে মনোনীত করেন মাহেলা জয়াবর্ধনে, দীনেশ চান্দিমাল এবং সাংবাদিক চতুরা আলভিসকে। শ্রীলঙ্কার খাদ্য স্বয়ংসম্পূর্ণতায় সবাই আমাদের সঙ্গী হন এই স্লোগানে হোম গার্ডেন চ্যালেঞ্জের শুরুটা কীভাবে হলো, সে ব্যাপারে নিশ্চিত তথ্য মেলেনি। তবে এরই মধ্যে এই হোম গার্ডেন চ্যালেঞ্জটি পূরণ করেছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশেও। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dVXcza
April 05, 2020 at 03:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন