কলকাতা, ২১ এপ্রিল - রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে গেল ৫৪। বর্তমানে রাজ্যে করোনা পজিটিভ রয়েছেন ২৪৫ জন। সোমবার সাত জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থের সংখ্যা দাঁড়াল মোট ৭৩। এদিন স্বস্তির খবর মৃতের সংখ্যা বাড়েনি রাজ্যে। এই মুহূর্তে করোনা নিয়ে উদ্বেগের থেকেও রাজ্যে বেশি চর্চা হচ্ছে কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ নিয়ে। ব়্যাপিড টেস্ট শুরু সোমবার থেকেই রাজ্যে ব়্যাপিড টেস্ট শুরু হয়েছে। রেড জোন গুলিতে ব়্যাপিড টেস্ট শুরু হয়েছে আজ। মঙ্গলবার থেকে অরেঞ্জ জোনগুলিতে ব়্যাপিড টেস্ট হবে। সেই রিপোর্ট আসার পরই স্পষ্ট হবে রাজ্যের পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে। মুখ্যসচিব জানিয়েছেন, রবিবার ৫৪ জনের টেস্ট হয়েছিল, সবকটিই নেগেটিভ এসেছে। রাজীব সিনহা দিলেন পরিসংখ্যান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, করোনা পরিস্থিতিতে রেড জোন গুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। মৃতের সংখ্যা বাড়েনি। আক্রান্তের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত মোট ৫৪৬৯ জনের টেস্ট হয়েছে। অ্যাক্টিভ কেস রয়েছে ২৪৫টি। আর সংক্রমণ সারিয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭৩ জন। কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে এদিনে কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ নিয়ে সংঘাত চরমে উঠেছে। মুখ্যসচিবের অভিযোগ, কেন্দ্রীয় দল আসার আগে রাজ্যকে কিছুই জানায়নি। একেবারে শেযমুহূর্তে ফোন করা হয়েছে। তার আগেই কেন্দ্রীয় দল এসে গিয়েছে রাজ্যে। একটি দল কলকাতায় এবং একটি দল জলপাইগুডিতে আছে। কেন্দ্রীয গাইড লাইন না মেনেই দুটি দল এলাকায় গিয়েছে বলেও তাঁর অভিযোগ। করোনা অধ্যুষিত জেলায় গিয়েছে বিএসএফ ও এসএসবিকে সঙ্গে নিয়ে। মমতার টুইট বার্তা এদিকে মুখ্যমন্ত্রী টুইট করে সাফ জানিয়ে দিয়েছেন, কেন কেন্দ্রীয় টিম এসেছে স্পষ্ট না করলে তাঁদেরকে এলাকায় ঘুরতে দেওয়া হবে না। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে বার্তা দিয়েছেন, আগে স্পষ্ট করুন কেন পাঠানো হয়েছে প্রতিনিধি দল। এই সিদ্ধা্ন্ত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। এন এইচ, ২১ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KxFPY9
April 21, 2020 at 03:00AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন