মুম্বাই, ২৪ এপ্রিল - করোনাভাইরাস ভয়াল আঘাত এনেছে পৃথিবীতে। কাতারে কাতারে মানুষের মৃত্যু হচ্ছে রোজ এই ভাইরাসের শিকার হয়ে। বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে রীতিমতো তান্ডবলীলা চালাচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। তার মধ্যে যুক্তরাজ্যেও মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। সেই দেশের লন্ডন শহরে স্বামীর সঙ্গে আছেন বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তে। তাকে নিয়ে ভক্তদের দুশ্চিন্তা যখন ডালপালা মেলছিলো তখনই বিকিনি পরা ছবি দিয়ে সোশাল মিডিয়া মাতালেন তিনি। নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন রাধিকা। সেখানে তাকে দেখা গেল পরনে পেস্তা সবুজ পোলকা ডটের বিকিনি। খোলা আকাশের নীচে, সমুদ্র উপভোগ করছেন তিনি। ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে নায়িকা লিখেছেন, উপভোগ করছি লকডাউন! তবে পোস্ট করা ছবিটি আগের তোলা। নিজের ভাললাগার মুহূর্ত অনুরাগীদের সামনে তুলে ধরছেন। ক্যাপশনে জোর দিয়ে বলেছেন, খুব শিগগিরই লকডাউন উঠলেই তিনি সমুদ্রের জলে শরীর ভেজাতে চলে যাবেন। প্রসঙ্গত স্বামী বেন্ডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে যাওয়ার পরই লকডাউন শুরু হয়। তাই আর দেশে ফেরা হয়নি তার৷ তবে তিনি জানালেন, বেশ আরামেই দিন কাটাচ্ছেন স্বামীর সঙ্গে। এন এইচ, ২৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VS38B3
April 24, 2020 at 05:12AM
24 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top