চাগাড়ামাস, ১০ এপ্রিল - করোনার কারণে অন্য সব খেলার সঙ্গে ক্রিকেটও পুরোপুরি বন্ধ। এ বছর আর খেলা হবে কি না, নিশ্চিত করে বলা যাচ্ছে না। হলেও এই বছরটাই হয়তো শেষ। সামনের বছর আর ধারাভাষ্যকক্ষে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংকে। হোল্ডিং নিজেই জানিয়েছেন এমন কথা। সম্প্রতি বার্বাডোজে মেসন অ্যান্ড গেস্ট রেডিওর এক টক শোতে ক্যারিবীয় কিংবদন্তি বলেন, এই মৌসুমই হয়তো তার শেষ। বয়সটা ৬৬ পেরিয়েছে। আর চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই তার। হোল্ডিং বলেন, ২০২০ সালের পর এই ধারাভাষ্যে থাকব কি না নিশ্চিত নই। এই বয়সে এসে খুব বেশি দূরে নিজেকে দেখছি না। আমার বয়স এখন ৬৬। আমি তো ৩৬, ৪৬ কিংবা ৫৬ বছরের নই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০টি টেস্ট খেলা এই জ্যামাইকান ১৯৯১ সালে ধারাভাষ্য পেশায় যোগ দেন। প্রথমে কাজ করেছেন ক্যারিবিয়ানে ট্রান্স ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের হয়ে। এরপর ২১ বছর ধরে আছেন স্কাই স্পোর্টসে। দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টসেও ধারাভাষ্যকার হিসেবে কাজ করা হয়েছে হোল্ডিংয়ের। তিনি জানালেন, এই বছরের চুক্তিটায় ধারাভাষ্য চালিয়ে যাবেন, তবে বিদায় বলে দেবেন তারপরই। হোল্ডিং বলেন, আমি বলেছি (স্কাইকে) একসঙ্গে এক বছরের বেশি কথা দিতে পারব না। যদি এই বছর পুরোপুরি বাতিল হয়ে যায়, তবে হয়তো ২০২১ নিয়ে ভাবতে হবে। কারণ আমি স্কাইকে এভাবে ছেড়ে যেতে চাই না, এই প্রতিষ্ঠান আমার জন্য অনেক করেছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yPY2xl
April 10, 2020 at 04:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top