ঢাকা, ০৭ এপ্রিল - অবশেষে ঢাকায় ফিরেছে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার টিম। বিশ্বব্যাপী বিরাজ করছে করোনা আতঙ্ক। এরই মধ্যে বাংলাদেশে ১০০ জনেরও অধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ১৩। এই পরিস্থিতি তৈরি হওয়ার আগে সুন্দরবনে শুরু হয়েছিলো আবু রায়হান জুয়েল পরিচালিত অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার শুটিং। গত ১৪ মার্চ থেকে শুটিংয়ে অংশ নিয়েছিলেন সিয়াম আহমেদ, পরীমনি, তানভীর। এ ইউনিটে তাদের সঙ্গে ছবিটিতে ২৫ জন শিশুশিল্পীসহ মোট ১১০ জন সদস্য ছিলেন। করোনার কারণে পুরো শুটিং ইউনিট আটকা পড়েছিলো সুন্দরবনে। সমুদ্রে জাহাজে ভেসেও কেটেছে তাদের দিনগুলো। ভয় ও শঙ্কার মধ্যে অবশেষে গতকাল রোববার ঢাকায় ফিরেছেন অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার নির্মাতা, নায়ক, নায়িকা ও অন্যান্য কলাকুশলীরা। সিনেমাটির নায়িকা পরীমনি বললেন, অবশেষে বাসায় ফিরলাম। এখন ঘরেই থাকবো। অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমার আরেক অভিনেতা কচি খন্দকার বলেন, গতকাল সন্ধ্যায় ঢাকায় ফিরেছি। আমি সুস্থ আছি। কিন্তু পরিবার ও সবার নিরাপত্তার কথা চিন্তা করে হোম কোয়ারেন্টাইনে থাকছি। শুধু আমি নই, সিনেমার পুরো টিম ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এ সিনেমায় জুটি বেঁধে আভিনয় করছেন সিয়াম-পরীমনি। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেনশহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এটি। প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের রাতুলের রাত রাতুলের দিন অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল নসু ডাকাত কুপোকাত পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন। এন এইচ, ০৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ref7qT
April 07, 2020 at 03:46AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন