ওয়েলিংটন, ২৪ এপ্রিল - আইসিসি এখনও আশা ছাড়েনি। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু হওয়ার কথা আগামী ১৮ অক্টোবর। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বলছে, জুলাই-আগস্টের আগে চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। অর্থাৎ অপেক্ষা করতে রাজি আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের খেলোয়াড়-কোচদের বড় একটা অংশ জড়িত আইপিএলে। তারা কেউই সমর্থন দিচ্ছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপকে। কদিন আগে গ্লেন ম্যাক্সওয়েল বলেছেন, দর্শকশূন্য মাঠে আইপিএল হতে পারে বিশ্বকাপ নয়। অ্যারন ফিঞ্চও টুর্নামেন্ট স্থগিতের সম্ভাবনা দেখছেন। এবার একইরকম কথা বললেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি বলেন, আমার মনে হয় অক্টোবরে আইপিএলই হবে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাবে। কিউই সাবেক অধিনায়ক কারণটাও ব্যাখ্যা করলেন। তার ভাষায়, অস্ট্রেলিয়ায় ১৬টি আন্তর্জাতিক দল খেলতে যাওয়া, তাদের সাপোর্ট স্টাফ আছে, আছে ব্রডকাস্টার, মনে হচ্ছে অনেক কঠিন হবে। আমি মনে করি না, দর্শকশূন্য মাঠে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। যেহেতু বিশ্বকাপ, এখানে আইসিসির আর্থিক একটা বিষয় আছে। ম্যাককালাম সেটিকে বড় বিষয় হিসেবে দেখছেন, বিশ্ব ক্রিকেট এবং আইসিসির দর্শকের প্রয়োজন আছে। কারণ টিকিট বিক্রি থেকে অনেক আয় হয়। কিন্তু ভারত দর্শক ছাড়াও টুর্নামেন্ট আয়োজন করতে পারবে। এভাবেও তাদের আর্থিকভাবে সফল হওয়ার উপায় আছে। তাই মনে হয় আইপিএলই হবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাবে। শুধু পিছিয়ে যাওয়াই নয়, বিশ্বকাপটা এ বছর আর হবে না বলেই মনে করছেন ম্যাককালাম। তিনি বলেন, ২০২১ সালে নতুন বছরের শুরুতে হয়তো জায়গা বের করা যাবে। সেটা করতে পারলে আইপিএলের জন্য সুবিধা হবে (অক্টোবর-নভেম্বরে আয়োজন)। সেখানে কয়েকজন বিদেশি খেলোয়াড় গেলেই হবে। ব্রডকাস্টাররা তো ভারতেরই। মনে হয় সব মিলিয়ে সেটাই সুবিধাজনক হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৪ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xKP7NF
April 24, 2020 at 04:58AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন