ক্যানবেরা, ০৯ এপ্রিল - স্টিভ স্মিথের ব্যাটিং স্ট্যান্সটা আর দশজন ব্যাটসম্যানের মতো নয়, একটু অদ্ভুত। দাঁড়ানোর সময় এক জায়গায় থাকেন, বোলার ডেলিভারির সময়টায় অবস্থান অনেকটাই বদলে যায়, বোলাররাও তাই অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন। স্মিথের ডান পা-টা অফস্ট্যাম্প প্রায় পুরোটা দখল করে ফেলে। দুই পায়ের মাঝে একটু ফাঁক রেখে আড়াআড়ি একটা ভঙ্গি করেন, ব্যাটটা ঝাঁকাতে থাকেন। এমন অদ্ভূত এক টেকনিক নিয়েও স্মিথ এখন বিশ্বসেরা টেস্ট ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানের টেকনিক নিয়ে তাই বিস্তর আলোচনা। কি করে তিনি এমন টেকনিক রপ্ত করলেন, কি করেই বা এভাবে রান করতেই থাকেন! এবার স্মিথ নিজেই মুখ খুললেন তার অদ্ভূত টেকনিকের বিষয়ে। আইপিএলের দল রাজস্থান রয়্যালসে খেলেন তিনি। সেটারই এক পডকাস্ট অনুষ্ঠানে নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধির সঙ্গে কথা বলতে গিয়ে রহস্য ফাঁস করলেন সাবেক অসি অধিনায়ক। নিজের অদ্ভূত ব্যাটিং টেকনিক নিয়ে তিনি বলেন, এটা আসলে নির্ভর করে কে বোলিং করছে, উইকেট কেমন, আমি কিভাবে রান করব এসব কিংবা কিভাবে মানুষ আমাকে আউট করবে এগুলোর ওপর। সম্ভবত এসবই নির্ধারণ করে আমি কতটা ধরে অথবা ছেড়ে খেলব। স্মিথ যোগ করেন, তবে আমার স্বাভাবিক স্ট্যান্সে পেছনের পা-টা বলতে গেলে অফস্ট্যাম্পের কাছে চলে আসে। এমনকি কখনও কখনও বাইরেও চলে যায়। আমি জানি আমার চোখের বাইরে যাওয়া কিছু আমার স্ট্যাম্পকে হিট করছে না। মূলত বল যাতে কিছুতেই স্ট্যাম্পে লাগতে না পারে সেটিকেই বেশি অগ্রাধিকার দেন স্মিথ। বলেন, আমার কাছে মনে হয়, যদি বল স্ট্যাম্পে না লাগে আপনি আউট হবেন না। যখন প্রথম শুরু করেছিলাম, এটা আসলে আমার একটা কৌশল ছিল মাত্র। যাতে করে কম আউট হই। ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান জানান, অফস্ট্যাম্প দখলে নেয়ার এই স্ট্যান্স তাকে বল ছাড়তেও সাহায্য করে। স্মিথের ভাষায়, মাঝেমধ্যে আমি সামনে গিয়ে বিপদে পড়ি। তবে আমি এটাতে স্বাচ্ছন্দ্য। আমি জানি, যদি আমার চোখের বাইরে কিছু যায় তবে সেটা খেলার চেষ্টা করার দরকার পড়বে না। আমি শুধু সেটা ছেড়ে দেই। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৯ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Vfd9Yx
April 09, 2020 at 03:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন