মুম্বাই, ১১ এপ্রিল - করোনার আক্রমণে দিশেহারা মানবজাতি। খেলা নিয়ে ভাবা তো এখন কঠিনই। তারপরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের রাস্তা খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এত লাভজনক একটা টুর্নামেন্ট তো আর বাতিল করে দেয়া যায় না! গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের এবারের আসর। করোনার কারণে এটি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই তারিখের পর হয়তো জানা যাবে, আদৌ এই বছর টুর্নামেন্টটি হবে কি না। তবে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গোপন একটি খবর দিয়েছেন ভারতীয় গণমাধ্যমকে। তিনি জানান, এবারের আইপিএল শুরুর পরিকল্পনা করা হচ্ছে আগামী জুলাইয়ে কিংবা শীতের মধ্যে। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিও চান, সংক্ষিপ্তভাবে হলেও আইপিএলটা যাতে মাঠে গড়ানো যায় কি না। পরিকল্পনা আছে রুদ্ধদ্বার স্টেডিয়ামে দর্শকবিহীন টুর্নামেন্ট আয়োজনেরও। তবে সৌরভ কোনো তারিখ পরিষ্কার করে বলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের ওই কর্তা ভেতরের খবর জানিয়ে বলেন, বোর্ড চাইছে বিকল্প উপায়ে ম্যাচগুলো আয়োজন করতে। সম্ভাবনা আছে জুলাই মাসে শুরু করার, এমনকি শীতের মধ্যেও হতে পারে। বিসিসিআইয়ের পক্ষ থেকে সর্বশেষ আনুষ্ঠানিক খবর হলো, ভারতে ২১ দিনের লকডাউন শেষ হওয়ার পর আইপিল ফ্র্যাঞ্জাইজি আর বোর্ড কর্তারা আরেকবার বসবেন। তবে ভারতে এখন যে অবস্থা, তাতে লকডাউনের সময় আরও বাড়তে পারে। ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ হাজার, মারা গেছেন ২২৮ জন। ফলে জুলাই কিংবা তার পরের সময়টায় আইপিএল শুরুর যে পরিকল্পনা, সেটি আলোর মুখ দেখবে কিনা, সংশয় থেকেই যাচ্ছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UWFofQ
April 11, 2020 at 03:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top