লিওনেল মেসির পাস থেকে দারুণ এক গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি-রোনালদোর বোঝাপড়ায় বার্সেলোনার জয় কিংবা বার্সাকে উদ্ধার করল মেসি-রোনালদো জুটি। কেমন লাগছে বাক্যগুলো শুনতে? ভাবতেই নিশ্চয়ই শিহরণ জেগে উঠছে ফুটবলপ্রেমীদের শরীরে। এও কি সম্ভব? হ্যাঁ, এই অসম্ভব জিনিসটিই হয়তো সম্ভব হয়ে যেতো। যদি সেই সময়টায় রোনালদো রাজি হতেন। বার্সেলোনায় মেসির সঙ্গে খেলার প্রস্তাব যে পেয়েছিলেন পর্তুগিজ যুবরাজ! রোনালদো এখন খেলেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। তার আগে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নয় বছর ছিলেন রিয়াল মাদ্রিদে। তারও আগে? ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে, ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত ছয় বছর। সেই সময়টাতেই বার্সেলোনায় যাওয়ার সুযোগ ছিল রোনালদোর। ২০০৭-২০০৮ মৌসুমে পর্তুগিজ সুপারস্টারকে বার্সার কাছে বিক্রি করতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি রেমন ক্যালদেরন সম্প্রতি এক সাক্ষাতকারে ফাঁস করেছেন এই তথ্য। কেলদেরন জানান, ম্যানচেস্টার ইউনাইটেডের তখনকার কোচ অ্যালেক্স ফার্গুসন কিছুতেই চাইছিলেন না রোনালদোকে প্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করতে। কিন্তু রোনালদো গোঁ ধরে বসেছিলেন, তিনি রিয়ালেই যাবেন। শেষতক তার ইচ্ছেই পূরণ হয়। কেলদেরন বলেন, বার্সেলোনা এই সুযোগটি নেয়ার জন্য উদগ্রীব ছিল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো পরিষ্কার জানিয়ে দেন, তিনি রিয়াল মাদ্রিদে যেতে চান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zfETVX
April 19, 2020 at 03:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top