আসন্ন দলবদলে নেইমার কি বার্সেলোনায় ফিরবেন? পুরো মৌসুম জুড়ে শুধু এই গুঞ্জনটাই ডালপালা মেলছিল। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাসের আক্রমণের পর পরিস্থিতি বদলে গেছে। ক্লাবগুলো আছে বড় ক্ষতির মুখে। এমতাবস্থায় নেইমারের মতো দামি খেলোয়াড়কে দলে ভেড়ানো কঠিনই হয়ে যাবে বার্সেলোনার জন্য। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পারি জমানো নেইমারকে ন্যু ক্যাম্পে আবারও ফেরাতে হলে ২০০ মিলিয়ন ইউরোর কম খরচ হবে না বার্সার। সেক্ষেত্রে লোকসানের এই মৌসুমের পর দলবদলে এতটা খরচে ব্লু গ্রানারা যাবে কি না, সেই প্রশ্ন তো আছেই। ইতিমধ্যেই নেইমারের বিকল্প ভাবতে শুরু করেছে তারা। আর এই বিকল্প হতে পারেন বায়ার্ন মিউনিকের ফরাসি উইঙ্গার কিংসলে কোমান। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বার্সার শর্ট লিস্টে আছেন বলেই খবর বেরিয়েছে স্প্যানিশ গণমাধ্যমে। স্পোর্ট-এর প্রতিবেদনে এসেছে, এলিয়েঞ্জ অ্যারেনায় কয়েকবার চোটে পড়লেও কোমানের দিকে বড় চোখ করে রেখেছে বার্সা। ২০১৫ সালে বুন্দেসলিগার জায়ান্টদের সঙ্গে যোগ দেয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৭ ম্যাচে ৩০ গোল করেছেন এই উইঙ্গার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3a8BDIG
April 15, 2020 at 03:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন