কলকাতা, ২৪ এপ্রিল - না ফেরার দেশে চলে গেলেন কলকাতার খ্যতিমান নাট্যকর্মী ঊষা গাঙ্গুলি। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই মারা গেছেন তিনি। এই নাট্যকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতার নাটক পাড়ায়। এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, উষা তার নিজের বাড়িতে একা থাকতেন। সম্প্রতি তার ছোট ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি। বৃহস্পতিকার সকালে তার গৃহপরিচারিকা এসে দেখেন মেঝেতে পড়ে আছেন তিন। এরপর চিকিৎসকে খবর দেওয়া হয়ে। উনিই জানান, কয়েক তার মৃত্যু হয়েছে। কী ভাবে, কখন তার মৃত্যু হল, তা জানতে ঊষার মরদেহ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। উষা গাঙ্গুলীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৪৫ সালে রাজস্থানের যোদপুরে জন্মগ্রহণ করেন ঊষা গাঙ্গুলি। সত্তর ও আশির দশকে বাংলা রঙ্গমঞ্চের অন্যতম শিল্পী ছিলেন । ১৯৭৬ সালে হিন্দি থিয়েটার গ্রুপ রঙ্গকর্মী প্রতিষ্ঠা করেন। মহাভোজ, রুদালি, কোর্ট মার্শাল এবং অন্তর্যাত্রার মতো নাটকউপহার দিয়েছেন তিনি। ১৯৯৮ সালে সংগীত নাটক অ্যাকাডেমি তাকে পুরস্কৃত করে। ও হেনরি লিখিত দ্য গিফট অফ দ্য ম্যাজাই অবলম্বনে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত হিন্দি সিনেমা রেনকোটর যৌথ কাহিনিকার ছিলেন তিনি। এন এইচ, ২৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VXytSM
April 24, 2020 at 05:27AM
24 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top