মুম্বাই, ২২ এপ্রিল - লকডাউনের ভেতরেই না ফেরার দেশে চলে গেলেন মিঠুন চক্রবর্তীর বাবা। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইতে মারা গেছেন মিঠুনের বাবা বসন্তকুমার চক্রবর্তী। এদিকে লকডাউনের জন্য বেঙ্গালুরুতে আটকে রয়েছেন অভিনেতা। ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে মিঠুনের বাবার মৃত্যুর খবরটি। তার বয়স হয়েছিল ৯৫ বছর। মিঠুন চক্রবর্তী বসন্ত কুমারের চার চার সন্তানের সবার বড়। জানা গেছে, মিঠুনের ছেলে মিমো রয়েছেন মুম্বাইতে। একটি শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন মিঠুন। এরপর লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন তিনি। এখন শেষকৃত্যের জন্য মুম্বই পৌঁছানোর চেষ্টা করছেন মিঠুন। একসময় ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন মিঠুনের বাবা বসন্ত কুমার। মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। চার সন্তানের মধ্যে মিঠুন ছাড়া রয়েছেন তার তিন মেয়ে। এন এইচ, ২২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yBey3X
April 22, 2020 at 03:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top