ইসলামাবাদ, ০৯ এপ্রিল - করোনার এই অবসর সময়টা একেকজন একেকভাবে কাটাচ্ছেন। যাদের রক্তে ক্রিকেট, তারা ঘুরে ফিরে আলোচনায় আসছেন ক্রিকেট নিয়েই। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি এবার যেমন বেছে নিলেন সর্বকালের সেরা একাদশ। বুমবুমখ্যাত আফ্রিদির সেরা একাদশের পাঁচজনই পাকিস্তানের। পাঁচবারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার আছে তিনজন, তবে চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত থেকে আফ্রিদি নিয়েছেন মাত্র একজনকে। আফ্রিদির সেরা একাদশে ওপেনার হিসেবে আছেন স্বদেশি কিংবদন্তি সাঈদ আনোয়ার। তার সঙ্গে ওপেনিং করবেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক হার্ডহিটিং ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। তিনে আরেক অস্ট্রেলিয়ান রিকি পন্টিং, চারে ভারতের একমাত্র প্রতিনিধি শচিন টেন্ডুলকার। পাঁচে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম উল হক। সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে আফ্রিদি তার দলে বেছে নিয়েছেন জ্যাক ক্যালিসকে। তিনি ছয় নম্বরে। সাত নম্বর পজিশনটি সবচেয়ে বিস্ময় জাগানিয়া। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আফ্রিদির পছন্দ স্বদেশি রশিদ লতিফকে। যদিও তার একাদশে আরেক উইকেটরক্ষক গিলক্রিস্ট আছেন। জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনির। পেস বোলিং অপশনে স্বদেশি কিংবদন্তি ওয়াসিম আকরামের সঙ্গে গতির ঝড় তোলা শোয়েব আখতারও আছেন। আফ্রিদির দলের আরেক পেসার অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। আর একমাত্র স্পিনার একই দেশের লেগস্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। আফ্রিদির সেরা একাদশে জায়গা হয়নি সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, রোহিত শর্মা, অলরাউন্ডার সাকিব আল হাসান কিংবা বেন স্টোকসের। আফ্রিদির সর্বকালের সেরা একাদশ : সাঈদ আনোয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, জ্যাক ক্যালিস, রশিদ লতিফ (উইকেটকিপার), শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা ও শোয়েব আখতার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৯ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UT2d3R
April 09, 2020 at 03:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন