ঢাকা, ৫ এপ্রিল- দেশের করোনা সংকটে নিজ সংসদীয় এলাকার মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। করোনা নিয়ে গানও গেয়েছেন তিনি। করোনাভাইরাস প্রতিরোধে গানটির কথাগুলো বসানো হয়েছে মমতাজের বহুলপ্রচারিত ও জনপ্রিয় বুকটা ফাইট্যা যায় শীর্ষক গানটির সুরের ওপর। মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বলেন, আমার নির্বাচনী এলাকা সিংগাইরের ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ব্যক্তিগতভাবে ১২টন চাল দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় এগুলো বিতরণ করা হবে। আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ মোট ২০ কেজি করে খাদ্যসামগ্রী নিজস্ব তহবিল থেকে বিতরণ করছেন মমতাজ। এরই মধ্যে জয়মণ্ডপ ইউনিয়নের ১ হাজার পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে। বাকি ইউনিয়নের অসচ্ছল পরিবারের তালিকা তৈরি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। আর/০৮:১৪/৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bT94QF
April 05, 2020 at 10:41AM
05 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top