ঢাকা, ১৯ এপ্রিল - বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়েছেন এটিএম শামসুজ্জামান। গত বছরের টানা কয়েক মাস হাসপাতালে কেটেছে তার। সেই সময় সিনেমা জগতের অনেকেই তার খোঁজ খবর নিয়েছেন। তথ্যমন্ত্রীও তাকে দেখতে গেছেন তার খোঁজ খবর রেখেছেন নিয়মিত। কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন নন্দিত এই অভিনেতা। অনেকদিন ধরে নির্জনে একাকী বাড়িতে সময় কাটাচ্ছেন নাটক ও সিনেমার খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জান। যে মানুষটি প্রতিটা দিন অসংখ্য মানুষের সঙ্গে মিলে মিশে বিভিন্ন শুটিং সেটে কাটাতেন। নিয়মিতন নাটক-সিনেমার শুটিং করতেন। একাকিত্ব তার জন্য বড়ই কষ্টদায়ক! অনেকদিন হলো নাটক-সিনেমার কোনো মানুষের সঙ্গে তার দেখা হয় না, কথা হয় না! এমন কী সংবাদিকরা ছাড়া এই মানুষটিরে তেমন কেউ তার খোঁজ রাখেন না এখন। এমনটাই অভিযোগ করলেন গুণী এই অভিনেতার স্ত্রী রুনী জামান। আক্ষেপ করে গণমাধ্যমকে রুনী জামান বলেন, উনি সাত মাস হলো বাড়িতে আছেন। মাঝে মধ্যে সাংবাদিকরা তার খোঁজ নিয়েছেন। এছাড়া মিডিয়ার কোন মানুষ তাকে দেখতে আসেননি, ফোন করেও খোঁজ নেননি। যে মিডিয়াতে সারা জীবন কাজ করলেন, সেখানকার মানুষরাই তাকে ভুলে গেছেন! এ বছরের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। টানা ৫০ দিন এই হাসপাতালে চিকিৎসা শেষে গত ১৫ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি। গত ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন এটিএম শামসুজ্জামান। এন এইচ, ১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xwow6T
April 19, 2020 at 04:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top