ফুটবল বিশ্বে যখন সাধারণত তুলনাটা চলছে ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি?- এই প্রশ্নের ওপর, তখন ভিন্ন এক প্রেক্ষাপট সামনে তুলে ধরলেন ইতালির সাবেক ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান ভিয়েরি। তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রসঙ্গে এনেছেন ব্রাজিলিয়ান রোনালদোকে। ক্রিশ্চিয়ানো রোনালদোর আবির্ভাবের আগে গোটা বিশ্ব রোনালদো নামে চিনতো শুধুই দ্য ফেনোমেনন রোনালদোকে। টেকো মাথার সেই ফরোয়ার্ডকে, যিনি একাই ধ্বংস করে দিতেন প্রতিপক্ষকে। তার খেলায় মুগ্ধ অনেকে এখনও মানেন, ফুটবল বিশ্বে রোনালদো একজনই, অন্যজনের নাম ক্রিশ্চিয়ানো। এই তালিকায় রয়েছেন ভিয়েরিও। তার মতে পর্তুগালের রোনালদোর চেয়ে এগিয়ে রয়েছেন ব্রাজিলিয়ান রোনালদো। কী কারণে এমনটা মনে হয়, সেটিও ব্যাখ্যা করেছেন ফিফার সেরা ১০০ জীবিত ফুটবলারের তালিকায় জায়গা পাওয়া ভিয়েরি। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে রোনালদোর সঙ্গে লম্বাসময় খেলেছেন ভিয়েরি। ফলে কাছ থেকেই দেখেছেন তাকে। আর বর্তমানে ক্রিশ্চিয়ানোর খেলাও দেখছেন নিয়মিত। দুইজনের খেলার ধরন আলাদা বলেই মনে করেন ভিয়েরি। তিনি বলেন, আমি রোনির (রোনালদো) বন্ধু, সৌভাগ্য যে তার সঙ্গে খেলতে পেরেছি। সে বিধ্বংসী ছিল, খুবই গতিময় এবং জোরের ওপর খেলতে পারত। দেখলে মনে একজন নৃত্যশিল্পী, যে কি না বল পায়ে নৃত্য দেখাচ্ছে। আমি বলবো ব্রাজিলিয়ান রোনালদোই ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে এগিয়ে। কেন এমনটা মনে হয় তার? উত্তর, ক্রিশ্চিয়ানোকে আপনি বলতে পারেন যুদ্ধের মেশিন। যে এতদিন ধরে যা করেছে, যা করছে তা সত্যিই প্রশংসনীয়। আমার তো মনে হয়, সে ৪০ বছরেও ঠোটে সিগারেট নিয়ে দিব্যি ফুটবল খেলতে পারবে। যেমনটা ইতালিতে বলা হয় আর কি। তার ফিটনেস অসাধারণ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wWzIsX
April 22, 2020 at 04:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top