ঢাকা, ২৩ এপ্রিল - বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। তার নাটক-টেলিছবিগুলো দর্শকের বিশেষ আগ্রহে থাকে। বর্তমানে করোনা রুখতে লকডাউনে বাসাতেই বসে সময় পার করছেন এ অভিনেতা। ঘরে বসে আজ তিনি দিয়েছেন এক দারুণ খবর। ধূমপান ত্যাগ করেছেন আফরান নিশো। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, কতজন মানুষ জীবিত আছেন? বলবেন কি? আওয়াজ দিয়েন। আওয়াজটা বড় হলে কলিজায় শান্তি পাবো হয়তো। মৃত্যুর কেলেঙ্কারিতে একটু দম নেয়া, আর কি! স্ট্যাটাসের শেষ অংশে এই অভিনেতা আরও লেখেন, সবাই নাকি আজকাল মৃতর সংখ্যাটাই খোঁজে, তাই? এসবের বাইরে ঘরবন্দি নিশো নিজের পরিবারকে বেশি সময় দিচ্ছেন বলে জানা গেছে। নিজেকে পরিবর্তনও করছেন তিনি। দীর্ঘদিনের ধূমপান করার অভ্যাস ছেড়ে দিয়েছেন। এ প্রসঙ্গে নিশো জানিয়েছেন, আমি অনেকবার সিগারেট ছেড়ে দিতে চেয়েছিলাম। এই সময়টায় এসে সেটা পেরেছি। এক মাসের বেশি সময়ে একটা সিগারেটও ধরিনি। এই অভ্যাসটা ত্যাগ করেছি। এন এইচ, ২৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3buOkPf
April 23, 2020 at 03:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top