মুম্বাই, ০৩ এপ্রিল - প্রাণঘাতী করোনাভাইরাস গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত সারাবিশ্বে ১০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। তার মধ্যে প্রাণ হারিয়েছে ৫১ হাজারেরও বেশি মানুষ।এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন পদ্মশ্রী জয়ী ভারতের গুরবানি গায়ক নির্মল সিং। তার বয়স হয়েছিলো ৬২ বছর। বৃহস্পতিবার ভোরে পাঞ্জাবের অমৃতসরে মৃত্যু হয়তার। গোল্ডেন টেম্পলের সাবেক হাজুরি রাগী ও সুপারস্টার গায়ক ছিলেন তিনি। সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েন নির্মল সিং। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে গত ৩০ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। পাঞ্জাবের ডিজাস্টার ম্যানেজমেন্টের স্পেশাল চিফ সেক্রেটারি কেবিএস সিধু জানান, ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকায় করোনাভাইরাস তাকে দ্রুত কাহিল করে ফেলেছিলো। তাই করোনার কাছে সহজেই হার মেনেছেন তিনি। জানা গেছে, দেশে ফিরেই দিল্লি, চণ্ডীগড় ও অন্যান্য বেশ কিছু জায়গায় বড় ধর্মীয় সমাবেশ করেছেন নির্মল। চণ্ডীগড়ে পরিবারের সদস্য ও আত্মীয়দের নিয়ে তিনি কীর্তনও করেছেন গত ১৯ মার্চ। এসব আয়োজনে তার সঙ্গে থাকা মেয়ে, স্ত্রী, ছেলে, ড্রাইভার এবং আরও ছয়জন বর্তমানে হাসপাতালে আইসোলেশনে আছেন। এন এইচ, ০৩ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39zqgZL
April 03, 2020 at 04:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন