ঢাকা, ১২ এপ্রিল - করোনাভাইরাসের প্রকপে অসহায় হয়ে পড়েছে মানুষ। সারা দেশে করোনায় আক্রান্ত রোগির সংখ্যা ৪৩২। এর মধ্যে মারা গেছেন ৩০জন। এই সময় ঢাকাই সিনেমার অসচ্ছল শিল্পী ও দিনমজুর ৩ হাজার পরিবারকে ১০ দিনের খাবার পৌঁছে দিয়েছেন নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। এবার নৃত্য শিল্পীদের পাশে দাঁড়ালেন অনন্ত জলিল। শুক্রবার ৫০ জন চলচ্চিত্র নৃত্য শিল্পীর জন্য খাবারের প্যাকেট পাঠিয়েছেন এই প্রযোজক ও চিত্রনায়ক। এ প্রসঙ্গে নৃত্য পরিচালক হাবিব বলেন, এখন দেশের দুঃসময়ে চলছে। কাজও নেই সবাই গৃহবন্দি। তাই শ্রদ্ধেয় অনন্ত জলিল ভাই ৫০ জন চলচ্চিত্র নৃত্য শিল্পীকে খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করেছেন। নৃত্য শিল্পীদের জন্য তার কাছে আবেদন করেছিলাম, তিনি এই উপহার সামগ্রী দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি সেগুলো এনে সবার হাতে পৌঁছে দিতে পেরে নিজের কাছে ভালো লাগছে। আমাদের নৃত্য পরিচালক সমিতি অনন্ত ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ অনন্ত জলিল ভাইকে দুঃসময়ে আমাদের পাশে থাকার জন্য। এন এইচ, ১২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ccv7SA
April 12, 2020 at 03:20AM
12 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top