ঢাকা, ১৮ এপ্রিল - করোনাভাইরাসে মৃত্যুর মিছিল চলছেই যুক্তরাষ্ট্র আর ইতালিতে। অথচ এ দুটি দেশ ফের খেলাধুলা আয়োজনের কথা ভাবছে। দুটি দেশই দর্শকশূন্য গ্যালারিতে খেলা শুরুর চিন্তা-ভাবনা করছে। ইতালিতো বলেই দিয়েছে তারা ৩১মে সিরি-এ শুরু করবে। কিন্তু বাংলাদেশের খেলাধুলার কি হবে? দেশে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে করনোরোগি। বাড়ছে মৃত্যু। স্থগিত হওয়া সব খেলা আবার কবে মাঠে ফিরবে তা আন্দাজ করাও দুষ্কর। ঘরোয়া খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি টাকার আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। বেশ কয়েকটি ক্লাবের বাজেট কোটি কোটি টাকা। এই লিগ এখন বন্ধ। ক্লাবগুলোর ক্যাম্প ছুটি। তবে বিদেশি খেলোয়াড় ও কোচরা আছেন ক্লাবের তত্ত্বাবধানেই। খেলা কবে শুরু হবে, কবে মৌসুম শেষ হবে- এ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ ক্লাব কর্মকর্তাদের কপালে। ফিফা একটা প্রস্তাব পাশ করেছে। যে প্রস্তাবে বলা হয়েছে- ক্লাবের সঙ্গে খেলোয়াড়দের চুক্তির মেয়াদ যে দিন পর্যন্তই থাকুক, তা বলবৎ থাকবে মৌসুম শেষ না হওয়া পর্যন্ত। আর মৌসুম শেষ হবে যে দিন লিগ বা টুর্নামেন্ট শেষ হবে সেদিন। ফিফা তাদের পাশ করা প্রস্তাবনা পাঠিয়ে দিয়েছে সদস্য দেশগুলোকে। সেই প্রস্তাবনার আলোকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চিঠি দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে। চাওয়া হয়েছে তাদের মতামত। যদিও এখনো কোনো ক্লাব মতামত পাঠায়নি বাফুফেকে। কয়েকটি ক্লাবের কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বোঝা গেলো, তারা কবে খেলা শুরু হবে এসব সিদ্ধান্তের ভার বাফুফের ওপরই ছেড়ে দিতে চায়। করোনাভাইরাস থেকে কবে পুরোপুরি মুক্তি পাওয়া যাবে তা নিশ্চিত নয়। তাই ক্লাবগুলো কি মতামত দেবে বাফুফেকে? চিঠির জবাবে ক্লাবগুলো বাফুফেকেই বলবে সিদ্ধান্ত নিয়ে তা ফিফাকে অবহিত করতে। খেলোয়াড়দের সঙ্গে চুক্তির কি হবে, খেলার কি হবে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে বাফুফের কোর্টে বল ঠেলে দেয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন ক্লাব কর্মকর্তারা। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, ফিফার গাইডলাইন অনুসারে আমরা ক্লাবগুলোকে চিঠি দিয়ে তাদের মতামত চেয়েছি। সব ক্লাবের মতামত নিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো। আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েই রেখেছি জুনের আগে লিগ শুরু করবো না। তাই এখনো বেশ সময় আছে হাতে। তাই তাড়াহুড়া করছি না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wT1cQo
April 18, 2020 at 04:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন