মুম্বাই, ২৯ এপ্রিল - করোনাভাইরাসের জেরে লকডাউনে বিপর্যস্ত ভারত। দেশের দরিদ্র শ্রেণির বহু মানুষকে সাহায্যের জন্য রাষ্ট্রীয় ও ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। অমিতাভ বচ্চন, শাহরুখ ও সালমান খানসহ অনেক তারকারাও দুই হাত খুলে সহায়তা দিচ্ছেন। তবে নিরব ছিলেন আমির খান। অবশেষে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসেন আমির খানও। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্যও এগিয়ে এসেছেন। এবার নতুন খবরে আলোচনায় আমির খান। শোনা যাচ্ছে বলিউডের পারফেকশনিস্ট নাকি আটার প্যাকেটে করে দুঃস্থদের মাঝে টাকা দান করেছেন। মঙ্গলবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছে একটি টিকটক ভিডিও। এখানে দেখা যাচ্ছে, দিল্লির এক বস্তি এলাকায় আসে আটার প্যাকেট ভর্তি একটি লরি ৷ আর প্রত্যেকটি আটার প্যাকেটে আছে ১৫ হাজার টাকা৷ টিকটক ভিডিওর কথায়, এই ব্যবস্থা করেছেন আমির খান ৷ তবে এ বিষয়ে এখনো আমির খানের কোনো মন্তব্য মেলেনি। করোনা ভাইরাসের প্রকোপে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের আরও অনেক তারকা ৷ অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, আনুষ্কা শর্মা, বরুণ ধাওয়ানরাও নিজের মতো করে অর্থ সাহায্য করেছেন ৷ তবে আমির আর্থিক সাহায্যের খবর আগে পাওয়া যায়নি। কারণ দানের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন তিনি। এন এইচ, ২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KK12y0
April 29, 2020 at 06:08AM
29 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top