ঢাকা, ২০ মে - জনপ্রিয় রবীন্দ্রসংগীত সখী বহে গেল বেলা। আর জগজিৎ সিংয়ের একটি জনপ্রিয় গজল হোশ ওয়ালো কো খবর কেয়া। এই গান ও গজলের সংমিশ্রনে তৈরি হয়েছে একটি ম্যাশ আপ গান টাগোর মিটস গজল। গানটি গেয়েছেন অবনী মাহবুব ও অরুণাশীষ রায়। আসছে রোজার ঈদ উপলক্ষে এটি প্রকাশ পাবে। গানটির ব্যাপারে জানতে চাইলে অবনী বলেন, রবীন্দ্রসংগীতকে একটু ভিন্নভাবে উপস্থাপনের ইচ্ছা থেকে এই প্রজেক্টটির শুরু। সবসময় কবিগুরুর গান যেভাবে গেয়ে এসেছি এই গান তার থেকে আলাদা৷ এই প্রথম এরকম একটি কম্বিনেশনে একটি গান হয়েছে আমাদের বাংলা গানে। যা শ্রোতাপ্রিয় হবে বলে অবনীর বিশ্বাস। অবনী আরও জানান, গানটির পরিকল্পনা যখন করছিলেন তখন কলকাতার প্রতিশ্রুতিশীল, ব্যস্ত গজল শিল্পী অরুণাশীষের সাথে গানটি নিয়ে কথা বলেন। আরো কথা বলেন কলকাতার সঙ্গীত পরিচালক সৌরভ বাবাই চক্রবর্তীর সাথে। দুজনেই বেশ আগ্রহ দেখান। যার কারণে কাজটি সম্পন্ন করা সহজ হয়েছে বলে মনে করেন অবনী। ইতিমধ্যে ফেসবুকে ও youtube এ গানচিত্রের একটি প্রোমোশনাল ক্লিপ বের হয়েছে। সম্পূর্ণ গানচিত্র প্রকাশ পাবে আগামী ২৪ মে অবনীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এন এইচ, ২০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cNn1jL
May 20, 2020 at 06:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top