করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দিয়েগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনাও। যে দেশটিকে ম্যারাডোনা নিজের দ্বিতীয় দেশ হিসেবে মনে করেন, সেই ইতালি তো সবার আগেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। করোনার কারণে মৃত্যুর চেয়ে এখন মানুষ খাদ্য সঙ্কটে পড়ে গেছে সবচেয়ে বেশি। সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অবশেষে ম্যাারডোনার একটি জার্সি নিলামে তোলা হয়েছে ইতালিতে। সেই জার্সিটি আবার বিক্রিও হয়ে গেছে ইতোমধ্যে। বিক্রি হলো মোট ৫৫ হাজার ডলারে (প্রায় ৪৭ লাখ টাকা)। ইতালির ন্যাপোলিতে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যে ব্যায় করা হবে এই অর্থ। ম্যারাডোনার জার্সিটি কিন্তু তিনি নিজে নিলামে তোলেননি। তুলেছেন ইতালির সাবেক ফুটবলার সিরো ফেরেরা। ৩৩ বছর ধরে জার্সিটি তার কাছেই ছিল। ম্যাারডোনার আর্জেন্টিনার বিরুদ্ধেই ইতালির হয়ে অভিষেক হয়েছিল সিরোর। ১৯৮৭ সালের জুন মাসে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সেই ম্যাচ থেকেই দুজনের বন্ধুত্ব। ওই ম্যাচের পরই সিরোর হৃদয় জিতে নিয়েছিলেন ম্যারাডোনা। কারণ নিজের জার্সি খুলে দিয়েছিলেন সিরো ফেরেরাকে। দুজনের বন্ধুত্ব আরও দৃঢ় হয় ন্যাপোলিতে একসঙ্গে খেলার সময়। ১৯৮৭ এবং ১৯৯০, এই দুবছর সিরি এ শিরোপা জিতেছিল নাপোলি। যে সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ম্যারোডোনা এবং ডিফেন্ডার সিরো। করোনাভাইরাসের সংক্রমণে দিশেহারা ইতালিতে এরই মধ্যে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। কিছুটা কমে আসলেও, এখনও প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। পুরো দেশজুড়ে এখনও লকডাউন। যদিও লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। তবে করোনায় সবচেয়ে বিপদে রয়েছেন মানুষ। অনেকেই খাদ্যাভাবে পড়ে গেছে। তাদের পাশে দাঁড়াতে দীর্ঘদিন ধরে সযত্নে রাখা ম্যারাডোনার জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নেন সিরো। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VYzTh1
May 04, 2020 at 04:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top