ইসলামাবাদ, ০৫ মে - ভারতীয় ক্রিকেটারদের দেদারছে তৈরি হচ্ছে আত্মজীবনীমূলক সিনেমা তথা বায়োপিক। পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার এখনও নিজের কোনো বায়োপিক তৈরি করবেন কি না সে চিন্তা করেননি। কিংবা পাকিস্তানের সিনেমা নির্মাতারাও এ নিয়ে চিন্তা করেছেন কি না জানা নেই। তবে, যদি কখনো বায়োপিক তৈরি হয়ই রাওয়ালিপিন্ডি এক্সপ্রেসের, তাহলে তার নিজের জায়গায় শোয়েব আখতার দেখতে চান বলিউডের অভিনেতা সালমান খানকে। ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন অনেক আগেই। এখন ব্যস্ত রয়েছেন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে। আর করোনাভাইরাসের কারণে সৃষ্ট লকডাউনের মধ্যে তো নিয়মিত খবরের শিরোনামে শোয়েব আখতার। কখনও পাক-ভারত সিরিজ আয়োজনের প্রস্তাব দিচ্ছেন, তো কখনও লকডাউনের মধ্যে সাইকেলে চড়ে ইসলামাবাদ ঘুরে পড়ছেন বিতর্কের মুখে। তবে বরাবরের মতই স্পষ্টবক্তা শোয়েব রয়েছেন আপন মেজাজেই। বিতর্কগুলোকে কোনোভাবেই গায়ে মাখেন না। সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এবার বায়োপিক নিয়ে নিজের ইচ্ছার কথা জানালেন শোয়েব। বলিউডে এখন খেলোয়াড়দের জীবনী নিয়ে বায়োপিক তৈরির বাজার বেশ রমরমা। শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে মেরি কম, হকি খেলোয়াড় সন্দীপ সিং, কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিংসহ ভারতের মুখ উজ্জ্বল করা তারকাদের নিয়ে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে বলিউডে। এ কারণেই রুপালি পর্দায় যদি কখনও শোয়েবকে নিয়ে ছবি বানানো হয়, অবাক হওয়ার কোনও কারণ থাকবে না; কিন্তু প্রশ্ন হল, রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের চরিত্রে অভিনয় করবেন কে? সোশ্যাল মিডিয়ায় শোয়েবের কাছে এই প্রশ্ন করা হলে, নিজের পছন্দের কথা জানিয়ে দিলেন স্পিড স্টার। বললেন, তার ভূমিকায় প্রথম পছন্দ সালমান খান। তিনিই সঠিকভাবে তার চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন। প্রসঙ্গতঃ বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে পাকিস্তানের শোয়েব আখতারের। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dhRUgd
May 05, 2020 at 05:47AM
05 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top