ঢাকা, ১২ মে- করোনায় বিপর্যস্ত সারা দুনিয়া। বাংলাদেশেও আশংকাজনক হারে বেড়ে চলেছে এ ভাইরাসের আক্রান্তদের সংখ্যা। এদিকে করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছে সরকার। এজন্য আগামী ১৬ মে পর্যন্ত দেশে চলছে সাধারণ ছুটি। আর সব প্রতিষ্ঠানের মতো টিভি নাটকের আঙিনাতেও সবরকম কাজ বন্ধ রয়েছে। শোবিজের সদস্যদের নিরাপদ রাখার স্বার্থে বিগত ২২ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সব শুটিং বন্ধ রাখার ঘোষণা দেয় নাটক-সংশ্লিষ্ট সংগঠনগুলো। কিন্তু এই ঘোষণা অমান্য করেই নাকি অনেকে নাটক নির্মাণ ও অভিনয়ে যুক্ত হচ্ছেন। তেমনি একটি নাটকে লাক্স তারকা ঊর্মিলা লুকিয়ে অভিনয় করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। এদিকে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করলেন ঊর্মিলা। এই অভিনেত্রী এ প্রতিবেদককে বলেন, যে বা যারা আমার সাথে কথা না বলেই আমার বক্তব্য ছাড়াই এমন সংবাদ পুরোপুরিই ব্যক্তিগত আক্রোশ বলে মনে হচ্ছে। এই খবর প্রকাশে আমাকে হেয় করা হয়েছে আমার সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে। সবাই ফোন করে জানতে চাইছেন কেন আমি নিয়ম ভাঙলাম। অথচ আমি শুটিং করিনি। এ ধরনের দায়িত্বহীন সাংবাদিকতায় আমি হতাশ হয়েছি। ঘটনার বিস্তারিত জানিয়ে তিনি আরও বলেন, একটি গণমাধ্যমের সেই সংবাদে বলা হয়েছে আমি নাকি পুবাইলের হাস্নাহেনা শুটিং স্পটে সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে লুকিয়ে শুটিং করেছি। সত্যটা হলো আমাকে একটি নাটকের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু করোনার এই অসময়ের জন্য আমি কাজটি ফিরিয়ে দিয়েছি। তাছাড়া আমার মা গুরুতর অসুস্থ। আমি ছাড়া মায়ের দেখাশোনার দেখার কেউ নেই। তাকে ঘরে একা ফেলে রেখে আমি কেমন করে তিন চারদিনের জন্য নাটকের শুটিং করতে যাবো? ঊর্মিলা জানান, একটু খোঁজ নিলেই সঠিক তথ্য পাওয়া যেত। যে হাস্নাহেনার কথা বলা হচ্ছে সেখানে কথা বললেও তারা নিশ্চিত করতো নাটকের শুটিং হচ্ছে কী না। হলে কে কে অভিনয় করছেন। কোনো যাচাই বাছাই ছাড়া যিনি বা যারা আমাকে নিয়ে মিথ্যে সংবাদটি করেছেন তারা কাজটি ঠিক করেননি। আমি এর শাস্তিমূলক ব্যবস্থা চাইবো নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে। আর/০৮:১৪/১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SWKabX
May 12, 2020 at 09:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top