কেপটাউন, ০১ মে - গুঞ্জনটা বেশিদিন বাতাসে ভাসতে দিলেন না দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ডালপালা মেলার আগেই গোড়াসমেত কেটে দিলেন তিনি। জানিয়ে দিলেন, তার সম্পর্কে বের হওয়া খবরটি পুরোপুরি মিথ্যা। বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ফের দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হওয়ার প্রস্তাব পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স। শিগগিরই জাতীয় দলে ফেরার পাশাপাশি অধিনায়কত্বও করবেন তিনি। খুব দ্রুতই ছড়িয়ে পড়ে এই খবর। বিশ্বব্যাপী ডি ভিলিয়ার্সের ভক্ত-সমর্থকরা আশায় বুক বাঁধতে শুরু করেন নিজেদের প্রিয় খেলোয়াড়কে ফের মাঠে দেখবেন বলে। কিন্তু ভিলিয়ার্স নিজে জানালেন, এ সম্পর্কিত খবর পুরোপুরি অসত্য। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নাকি আমাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছে। এটি পুরোপুরি মিথ্যা। বর্তমান সময়ে কোন কথা বিশ্বাস করা যাবে, তা বোঝাই মুশকিল। অদ্ভুত সময়। সবাই নিরাপদ থাকুন। অধিনায়কত্ব পাওয়ার খবর মিথ্যা হলেও, ডি ভিলিয়ার্সের জাতীয় দলে ফেরার আলোচনা মোটেও অমূলক নয়। বর্তমান হেড মার্ক বাউচার তাকে বলেছেন, অবসর ভেঙে জাতীয় দলে ফেরার কথা ভাবতে। এ ব্যাপারে চিন্তা করেছেন ভিলিয়ার্স নিজেও। তবে নিজেকে পুরোপুরি প্রস্তুত না করে দেশের জার্সি গায়ে চাপানোর ইচ্ছা নেই তার। মি.৩৬০ ডিগ্রি খ্যাত এ ব্যাটসম্যান এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, আমাকে সেরা ফর্মে থাকতে হবে। আমার পাশের খেলোয়াড়ের চেয়ে ভালো হতে হবে। যদি আমি মনে করি, এই দলটিতে জায়গা পাওয়ার দাবিদার, তবে আমার জন্য একাদশে খেলার কথা ভাবা সহজ হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YiRTVb
May 01, 2020 at 06:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top