লন্ডন, ২৯ মে- করোনা আতঙ্কের আবহেও প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ধরা হচ্ছে, আগামী ১৯ বা ২৬ জুন থেকেই হয়তো ফিরবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ। তবে প্রত্যাবর্তনের আগেও করোনা আতঙ্ক থেকেই যাচ্ছে। বর্তমানে প্রতি সপ্তাহেই ইপিএলের প্রতিটা ক্লাবের ফুটবলার ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হচ্ছে। এরই অংশ হিসেবে তৃতীয় রাউন্ডের করোনা পরীক্ষায় ধরা খেলেন তিনটি ক্লাবের আরো চারজন। পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। তবে করোনা আক্রান্তদের পরিচিয় গোপন রেখেছে এফএ। এক সরকারি বিবৃতি দিয়ে এফএ জানায়, গত সোমবার ও মঙ্গলবার ফুটবলার ও কোচিং স্টাফের সদস্য মিলিয়ে মোট এক হাজারেরও বেশি করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে তিনটে ক্লাবের চারজন করোনায় আক্রান্ত। যে সমস্ত ফুটবলার ও কোচিং স্টাফের সদস্য করোনায় আক্রান্ত তাদের এ বার সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সূত্র: কালের কণ্ঠ আর/০৮:১৪/২৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XaKW7B
May 29, 2020 at 09:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top