ঢাকা, ০৪ মে - দেশের করোনা পরিস্থিতিতে ঘরবন্দী হয়ে আছে মানুষ। কর্মহীন জীবনে ধরা দিয়েছে অফুরন্ত অবসর। এসময় বিবেচনা করে দর্শকদের জন্য ৩৫ বছর আগের জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি আবার প্রচার শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। বিটিভি সূত্রে জানা গেছে, ৪ মে (সোমবার) রাত থেকে প্রচার হবে ধারাবাহিকটি। তবে এইসব দিন রাত্রি সুনির্দিষ্ট কোন সময়ে প্রচারিত হবে তা এখনো জানা যায়নি। চ্যানেলটির এক কর্মকর্তা জানিয়েছেন, রাত সাড়ে ৮টা ও ৯টায় যেকোনো একটা সময়ে প্রচারিত হতে পারে ধারাবাহিকটি। এ ব্যাপারে ৩ মে সিদ্ধান্ত নেয়া হবে। এইসব দিন রাত্রি ১৯৮৫ সালে বিটিভিতে প্রথম প্রদর্শন করা হয়। নাটকটা সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে নাটক চলাকালীন সময়ে ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা থাকত। নাটকটি ঢাকা শহরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলে। যেখানে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সুখ, ভালোবাসা, বিয়ে, মৃত্যু, সমস্যা ইত্যাদিই দেখানো হয়েছে। হুমায়ূন আহমেদের রচনায় এইসব দিনরাত্রি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। নাটকটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ (শফিক), খালেদ খান (আনিস), নায়ার সুলতানা লোপা (টুনি), কাজী মেহফুজুল হক (বাবা), আবুল খায়ের (মামা), শিল্পী সরকার অপু (শাহানা), ইনামুল হক (মি করিম), ডলি জহুর (নীলু), লুৎফুন নাহার লতা (শারমিন), আসাদুজ্জামান নূর (রফিক) , দিলারা জামান (মা) ও মাসুদ আলী খান (অফিসের কর্মকর্তা)। এর আগে করোনা পরিস্থিতি বিবেচনা করে গেলো ৬ এপ্রিল থেকে হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই ও বহুব্রীহি শিরোনামে নব্বই দশকের নন্দিত দুটি ধারাবাহিক নাটক পুনঃপ্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। এন এইচ, ০৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WgHFBO
May 04, 2020 at 04:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top