ইসলামাবাদ, ২৬ মে - করোনাভাইরাসের কারণে ক্রিকেটের নিয়মই বদলে দিচ্ছে আইসিসি। টেস্টে লাল বলের উজ্জ্বলতা বাড়াতে বোলাররা মুখের লালা কিংবা থুতু ব্যবহার করে ট্রাউজারে ঘঁষতেন। কিন্তু করোনাভাইরাসের কারণে আর থুতু ব্যবহার করা যাবে না। আইসিসির ক্রিকেট কমিটি এরই মধ্যে তাদের সুপারিশমালা কার্যনির্বাহী কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে। খুব দ্রুতই তা পাশ হয়ে যাবে। তাতেও কি থুতুর ব্যবহার কমবে? মুখের লালা কিংবা শরীরের ঘামের ব্যবহার হয়তো পুরোপুরি বন্ধ করা যাবে না। দীর্ঘদিনের অভ্যাস কি আর পাল্টানো যায়? এ কারণে, করোনা ভাইরাস থেকে বাঁচতে পাকিস্তানের বর্তমান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক এক অদ্ভূত প্রস্তাব দিয়েছেন। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বোলারদের মাস্ক পরে খেলার প্রস্তাব দিলেন বর্তমান পাকিস্তান কোচ মিসবাহ-উল হক। তার প্রস্তাব, এত দিনের অভ্যাস হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয়। অনিচ্ছাকৃতই হয়তো থুতুর ব্যবহার করে ফেলবে কেউ কেউ। তা বন্ধ করার একটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। সঙ্গে যোগ করেন, তাই বোলিংয়ের সময় মাস্ক ব্যবহার করুক বোলাররা। এতে করে হয়তো থুতু ব্যবহার করার সম্ভাবনা আর থাকবেই না। মিসবাহ মনে করেন, পাকিস্তানের পেসাররা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। কারণ, রিভার্স সুইংয়ের উপর নির্ভর করেন শাহিন শাহ আফ্রিদিরা। এ কারণে মিসবাহ বলছিলেন, আমাদের বোলাররা সব সময় বলের একটি দিকের ওজন বাড়িয়ে রাখার চেষ্টা করে থুতুর সাহায্যে। পুরনো হলে সে দিকেই বাঁক নেয় বল। এখন দেখা যাক, কিভাবে বোলাররা মানিয়ে নেয়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2A9Ai89
May 26, 2020 at 01:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন