লন্ডন, ২৮ মে- টি-টোয়েন্টির স্বর্ণযুগ যখন শুরু হয়, তখন শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারের শেষ বেলা। সেই সময়ের এক ঘটনা বললেন ইংলিশ অল-রাউন্ডার লুক রাইট। মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর মিডিয়াম পেস বোলার হিসেবে পরিচিত রাইটকে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার জন্য প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং শচীন টেন্ডুলকার। এই প্রস্তাব শুনে বিশ্বাসই হচ্ছিল না রাইটের। তিনি মনে করেছিলেন, শচীন হয়তো তার সঙ্গে রসিকতা করছেন। উইজডেন ও ক্রিকভিজের দ্য গ্রেটেস্ট টি-টোয়েন্টি পডকাস্টের প্রথম পর্বে লুক রাইট বলেছেন, টুর্নামেন্টের শুরুর দিকে একবার আইপিএলে খেলার সুযোগ হারিয়েছিলাম। শচীন টেন্ডুলকার আমাকে ফোন করে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা বলেছিলেন। কিন্তু আমার সেটা রসিকতা বলে মনে হয়েছিল। মনে হয়েছিল, কেউ হয়তো আমার সঙ্গে ঠাট্টা করছে। তিনি আরও বলেন, আমি আর রবি বোপারা পরে আইপিএলে খেলার ব্যাপারে ইসিবির সঙ্গে কথা বলেছিলাম। বলা বয়েছিল আইপিএলে খেলতে গেলে আমাদেরকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হবে না। কিন্তু এখন দেখুন, পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে। সেই সময় ইংলিশ ক্রিকেটে শচীনের মতো কারও সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাকে প্রশংসার চোখে দেখা হতো বলে মনে হয় না। মুম্বাই ইন্ডিয়ান্সে না হলেও পরে আইপিএলে খেলেছেন লুক রাইট। পুনে ওয়ারিয়র্সের হয়ে ৭ ম্যাচ খেলেছিলেন। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেছেন, পুনে দলটিতে তখন যুবরাজ সিং, অ্যারন ফিঞ্চ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, রস টেইলররা ছিল। নেটে ওদের দেখেই অনেক শিখতে পেরেছি। জানতে চাইলে তারা বিভিন্ন টিপস দিতেন। শেখার জন্য সেটা ছিল সেরা সময়। বিদেশিদের কাছে অবশ্যই সবসময় পারফরম্যান্স চাওয়া হতো। এই চাপ থেকেই শিক্ষা অর্জন করার ব্যাপার ছিল। সেই শিক্ষার কারণেই ২৭-২৮ বছর বয়সে অনেক ভালো ক্রিকেটার হয়ে উঠেছিলাম। সূত্র: কালের কণ্ঠ আর/০৮:১৪/২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XbDDMV
May 28, 2020 at 03:25PM
28 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top