ঢাকা, ০৬ মে - প্রকাশ হলো নকশীকাঁথা ব্যান্ডের নতুন মিউজিক ভিডিও চুরি বিদ্যা। চোর ও চুরিবিদ্যা সংক্রান্ত কিছু প্রবাদ নিয়ে গানটি লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী নিজেই। সোমবার প্রকাশ ইউটিউবে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। গানটির অডিও সিডি প্রকাশিত হয়েছিলো ২০১৬ সালে, লেজার ভিশন থেকে। নকশীকাঁথার গান শিরোনামে অ্যালবামের এই গানটি সমসাময়িক সময়ের জন্য অনেকটাই প্রয়োজনীয় বলে মনে করে প্রযোজনা প্রতিষ্ঠানটি। নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী বলেন, গত চার বছর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত আমাদের ব্যান্ডের সব কনসার্টে চুরি বিদ্যা গানটি গেয়েছি। সব খানেই এই গানের প্রশংসা পেয়েছি। আর দেশের ঠিক এখনকার বাস্তবতায় গানটি অনেক বেশি প্রাসঙ্গিক। এই গান নকশীকাঁথার পরিচিতি বাড়িয়ে দিয়েছে। গানটি ত্রাণ চুরি রোধে সচেতনতা সৃষ্টিতে ভুমিকা রাখতে পারে। চুরি বিদ্যা গান সম্পর্কে সাজেদ ফাতেমী বলেন, একটা চোর একবার চুরি করে যখন স্বচ্ছন্দ্যে পালিয়ে যায়, তখন বুঝতে পারে তার জন্য বাকি পথ সহজ হয়ে গেল। ব্যাস, ছিঁচকে চোর থেকে ধীরে ধীরে সে বড় চোর হয়ে ওঠে। বাংলাদেশের সব পেশাতেই কম-বেশি চৌর্যবৃত্তি চলছে। এ দেশের অনেক জনপ্রতিনিধি চাল, ডাল, গম চুরিকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, যা নিয়ে প্রতিনিয়ত হাস্যকৌতুক করেন সাধারণ মানুষ। একে চুরি বিদ্যাও বলা হয়ে থাকে। এন এইচ, ০৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dm3bfv
May 06, 2020 at 08:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন