ঢাকা, ২১ মে- প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের মহামারির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ বেশ জমিয়ে তুলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দেশের এবং দেশের বাইরের বড় বড় ক্রিকেট তারকারা এসে যোগ দিয়েছেন তার সঙ্গে। গুঞ্জন ছিল তামিমের এই লাইভ শো শেষ হবে বাংলাদেশ ক্রিকেটের পাঁচ নক্ষত্রদের দিয়ে। এই শো শুরু হওয়ার দিন থেকেই তামিমের কাছে ভক্তদের অনুরোধ ছিল, লাইভে যেন সাকিবকেও নিয়ে আসা হোক। তামিমেরও সেই ইচ্ছেই ছিল। কিন্তু সাকিব আল হাসানের যে ভিন্ন ইচ্ছে। সাকিবকে এই শোতে আসার আমন্ত্রণও জানানো হয়েছিল। কিন্তু সাকিব আসছেন না। সাকিবের না আসার ব্যাপারটি জানিয়ে তামিম বলেন, আমাদের শেষ এপিসোড হবে আগামি শনিবার। অনেকে আমাকে বলছিলেন সাকিব কখন আসবে? তো এজন্য আমি সাকিবের সঙ্গে শেষ ১০/১২ দিন আগে সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিলাম কারণ শেষ শোটা আমরা পাঁচজন মিলে করতে চেয়েছিলাম। এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা ছিল। তবে সাকিবের ব্যক্তিগত কারণে সে আমাদের সঙ্গে থাকতে পারবে না। তামিম আরও বলেন, আসলে মানুষের ব্যক্তিগত কাজ থাকতেই পারে। এটা আসলে আলোচনার কোনো বিষয় না, এটা নিয়ে বেশি আলোচনার কোনো দরকারও নেই। আমি বাকি তিনজনের প্রতি কৃতজ্ঞ যে তারা এই আড্ডায় আসতে রাজী হয়েছে। তো আমরা পাঁচজন তো এক সঙ্গে করতে পারবো না তাই চারজন এক সঙ্গে শো করবো। আর এটাই আমার লাস্ট এপিসোড হবে। তাই পঞ্চপাণ্ডবের মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েই হবে এই লাইভ শো। আর আরেক পাণ্ডব ড্যাশিং ওপেনার তামিম ইকবাল তো থাকছেই উপস্থাপকের ভূমিকায়। সূত্র: বাংলাদেশ জার্নাল আর/০৮:১৪/২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Zoq4LF
May 21, 2020 at 06:31PM
21 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top