লখনউ, ১৮ মে- পরিবারের সঙ্গে বাড়িতেই কোয়ারেন্টিনে গেলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। নিজের পরিবারের সঙ্গেই উত্তরপ্রদেশে গিয়ে বাড়িতে কোয়ারেন্টিনে যান বলিউড অভিনেতা। লকডাউনের মধ্যে ট্রাভেল পাস পেয়ে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বুধানায় নিজের বাড়িতে পৌঁছন নওয়াজউদ্দিন সিদ্দিকি। পুরনো বাড়িতে যাওয়ার পরই অভিনেতা-সহ তাঁর পরিবারকে কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। করা হয় কোভিড ১৯-এর পরীক্ষাও। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পরও সুরক্ষার জন্যই আগামী ১৪ দিন অভিনেতা এবং তাঁর পরিবারকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আগামী ২৫ মে পর্যন্ত তাঁর কোয়ারেন্টিনে থাকবেন বলে খবর। রিপোর্টে প্রকাশ, নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে তাঁর মা এবং বউদিকেও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধানা থানার এসএইচও কুশলপাল সিং বলেন, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর পরিবাররের সদস্যদের পরীক্ষা করানো হয়েছে। প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ। তবুও সুরক্ষার জন্যই তাঁদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকার কথা বলা হয়েছে। সূত্র: জিনিউজ আর/০৮:১৪/১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TdmpMU
May 18, 2020 at 09:44AM
18 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top