মুম্বাই, ১৭ মে- বলিউডের টপ সিক্রেট বিষয় ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের প্রেম। অনেকদিন ধরেই নাকি তারা মন দেয়া নেয়ার খেলায় মেতে আছেন। এ নিয়ে সরাসরি মুখ খুলেননি দুজনের কেউই অবশ্য। এদিকে ১৬ মে ছিলো ভিকি কৌশলের জন্মদিন। ৩২ বছরে পা দিলেন তিনি। ভক্তদের শুভেচ্ছায় উপচে পড়েছিল তার সোশাল মিডিয়ার দেওয়াল। ইন্ডাস্ট্রির বন্ধুরাও জানিয়েছিলেন শুভকামনা। কিন্তু ভক্ত থেকে পাপারাৎজির চোখ ছিল ক্যাটরিনা কাইফের উপর। বয়ফ্রেন্ড-এর জন্মদিন বলে কথা! তেমন কোনো পোস্ট দেননি ক্যাটরিনা। তবে ভিকির ছবি দিয়ে একটি অ্যানিমেটেড ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। ভিকির সুপারহিট ছবি উরি, দ্য সারজিক্যাল স্ট্রাইক-এর বিখ্যাত সংলাপ হাউ ইজ দ্য জোশ মনে আছে? সেই সংলাপই শেয়ার করে তিনি লেখেন, এই জোশ যেন সব সময় হাই-ই থাকে। লকডাউনে হয়তো দেখা সাক্ষাৎ হচ্ছে না তাদের। তবে জন্মদিনে এভাবেই ভিকিকে শুভেচ্ছা জানিয়েছেন। ইন্ডাস্ট্রির গুঞ্জন রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর ভিকির সঙ্গেই সম্পর্কে রয়েছেন ক্যাটরিনা। একসঙ্গে বিভিন্ন পার্টি, রেস্তরাঁতেও দেখা গিয়েছে তাদের। কিছু সংবাদমাধ্যমের দাবি, এই লকডাউনেও নাকি ক্যাটরিনার বাড়িতে গিয়েছিলেন ভিকি। যদিও ভিকি তা অস্বীকার করেন। আর/০৮:১৪/১৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bG5RmO
May 17, 2020 at 10:42AM
17 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top