লন্ডন, ১০ মে - করোনার কারণে খেলা বন্ধ। আগামী ১ জুলাই পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট আয়োজন না করার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অনাকাঙ্খিত এই বিরতি তার ক্রিকেট ক্যারিয়ারটাই বড় করে দেবে বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক। ঘরোয়া কাউন্টিতে এসেক্সের হয়ে খেলেন কুক। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, কাউন্টি চ্যাম্পিয়নশিপের চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা (করোনা) হতাশার। তবে এর কারণে আমি আরও বছর দুয়েক খেলতে পারি। কুক যোগ করেন, খুবই অদ্ভূত লাগছে। প্রথমবারের মতো এপ্রিল মে মাসে কোথাও ক্রিকেট হচ্ছে না। আশা করছি সব কিছু যখন ঠিক হবে, বুঝতে পারব যে আমরা কতটা ভাগ্যবান। করোনার পর ক্রিকেট শুরু হলেও অনেক কিছুই বদলে যাবে। সবচেয়ে বেশি কথা হচ্ছে, বল নিয়ে। বলে থুতু লাগানোর ঐতিহ্যকে হয়তো বিসর্জন দিতে হবে এবার। যেহেতু থুতুর মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই নানাজন নানা ধরনের প্রস্তাব দিচ্ছেন। কেউ বলছেন বলের ওজন বাড়াতে, কেউবা বলছেন টেম্পারিংকে বৈধতা দিতে। অস্ট্রেলিয়ায় ঘাম বা লালার পরিবর্তে ওয়াক্স ব্যবহারের ব্যবস্থাও হচ্ছে। কিন্তু কুক মনে করেন, বলে কৃত্রিম কিছু জিনিস বাইরে থেকে ব্যবহার করলে আর খেলাটার সেই সৌন্দর্য থাকবে না। টেস্টে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক এসব ভাবনার ঘোরতর বিরোধী। কুক বলেন, যদি বল উজ্জ্বল করার বিষয়টি অনুমোদন দেয়া না হয় অথবা এমন কিছু ব্যবহার করা হয়, যা দেখে আমরা অভ্যস্ত নই; আমি মনে করি না এটা ঠিক কাজ হবে। বাড়তি কিছু ব্যবহার করলে মানুষ আর ক্রিকেটারদের কোনো কীর্তিকে মূল্যায়ন করবে না, মনে করেন কুক। তার ভাষায়, সেটা হলে কথা উঠবে-ওহ, সে তো রান করেছে কিংবা উইকেট পেয়েছে কারণ বলে ওয়াক্স দেয়া হয়েছিল। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3duEjlS
May 10, 2020 at 05:36AM
10 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top