ঢাকা, ১৬ মে - মুশফিকুর রহীমের ডাবল সেঞ্চুরির ব্যাটের সঙ্গেই নিলামে তোলা হয়েছিল যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি এবং গ্লাভস। পিকাবোর মাধ্যমে ৫ দিন ধরে চলে এই নিলাম। সেখানে মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট ২০ হাজার ইউএস ডলার (প্রায় ১৭ লাখ টাকা) দিয়ে কিনে নিয়েছেন পাকিস্তানের আফ্রিদি ফাউন্ডেশন। সেই একই নিলাম থেকে যুব বিশ্বকাপজয়ী আকবর আলির জার্সি এবং গ্লাভস কিনে নিয়েছেন মোঃ রিয়াজুল ইসলাম জুয়েল নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসি। তিনি এই দুটি আইটেম কিনেছেন ২ হাজার ডলারে (প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা)। মুশফিকুর রহীমের ম্যানেজমেন্ট পার্টনার নিবকো এবং স্পোর্টস ফর লাইফও ছিল এই নিলাম আয়োজনের অন্যতম সহযোগি। নিবকো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস কিনেছেন আমেরিকান প্রবাসী বাঙালি মোঃ রিয়াজুল ইসলাম জুয়েল ২,০০০ (দুই হাজার) ইউ এস ডলার দিয়ে। সেই নিলামে তোলা হয়েছিল আরও বেশ কিছু আইটেম। সেগুলো কে কিনেছে, কত টাকায় বিক্রি হলো, তা জানা যাবে আরও পরে। কারণ, নিবকো জানিয়েছে, অন্যান্য সামগ্রীগুলোর বিডারদের তথ্য যাচাই-বাছাই ও অর্থ জমা হওয়ার পর শীঘ্রই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মুশফিকুর রহীমের ব্যাটের সঙ্গে এই নিলামে ছিলো মোসাদ্দেক হোসেনের ২০১৯ সালে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে ২৭ বলে অপরাজিত ৫২ রান করে ফাইনাল জেতানো ব্যাট। বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস। তরুণ ক্রিকেটার নাঈম শেখের ভারতের বিপক্ষে ৮১ রান করা ব্যাটটি। দেশের অন্যতম ক্রিকেট স্মারক সংগ্রাহক জসিম উদ্দিনের সংগ্রহ থেকে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী বাংলাদেশী সকল ক্রিকেটারদের ছবি ও অটোগ্রাফযুক্ত ব্যাট এবং সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজার অটোগ্রাফযুক্ত ক্যাপ। করোনাকালে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলায় ব্যবহার করা নিজেদের এসব সামগ্রীগুলো নিলামে তুলেছিলেন তারা। নিলামটি গত ৯ই মে রাত ১০ টা থেকে শুরু হয়ে গতকাল ১৪ই মে রাত ১০ টা পর্যন্ত চলে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dOWWkz
May 16, 2020 at 06:53AM
16 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top