নয়াদিল্লি, ১৬ মে - ১৯৪৭ সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট সিরিজটি ছিল পাঁচ ম্যাচের। এরপর ১৯৯১ সাল পর্যন্ত পাঁচ বা তার বেশি ম্যাচের সিরিজ হয়েছে আরও ৫টি। কিন্তু গত ২৯ বছরে একবারও পাঁচ ম্যাচের সিরিজ খেলেনি দুই দল। ২০০৩ সালের পর থেকে এখনও পর্যন্ত ৮টি সিরিজ ছিল চার টেস্টের। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এখন সম্ভাবনা জেগেছিল ফের ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্ট সিরিজের। অসি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টস আশা করছিলেন, চলতি বছরের শেষদিকে নির্ধারিত সিরিজে চার ম্যাচের বদলে পাঁচ খেলার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। তবে সরাসরি নাকচ করেননি তিনি। দিয়েছেন নিজের মতে পক্ষে একাধিক যুক্তি। মূলত সফরের শুরুতে ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকবে বলে, পাঁচ টেস্ট খেলতে রাজি নন গাঙ্গুলি। তিনি বলেছেন, আমার মনে হয় না ভারতের পক্ষে অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্ট খেলা সম্ভব। সফরে সীমিত ওভারের ম্যাচ থাকবে। একইসঙ্গে ১৪ দিনের কোয়ারেন্টাইন গাইডলাইনও তো মানতে হবে। এসবের কারণে সফরের সময়সীমা এমনিতেই বেড়ে যাবে। গত মাসের শেষদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন, আসন্ন সিরিজে পাঁচ টেস্টের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছি না। তবে আমাদের দুই বোর্ডের মধ্যকার সম্পর্ক বেশ ভালো। আমরা এটি নিয়ে কথা বলছি। আশা করছি এফটিপি সাইকেলের মধ্যেই এটি সম্ভব হবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yThdXD
May 16, 2020 at 07:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন