ঢাকা, ২৪ মে - ঈদ উৎসবকে ঘিরে প্রতিবছরই নতুন নাটক নির্মাণের জোয়ার আসে। কিন্তু এবার করোনাভাইরাসের সক্রমণে থেমে গেছে সব। নানা সংকটের মধ্যে ঘরবন্দি হয়ে কাটছে মানুষের দিন। সব রকমের শুটিং বন্ধ। তাই তেমন নতুন নাটকও নির্মাণ হয়নি এই ঈদে। এরমধ্যেও ঘরবন্দি দর্শককে বিনোদন দিতে ঈদের নতুন আয়োজন করার প্রচেষ্টা চালাচ্ছেন টিভি চ্যানেলগুলো। তবে লকডাউনের ঈদেও বেশকিছু নাটক নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। খোঁজ নিয়ে জানা যায়, এবার ঈদে প্রচার হতে যাওয়া এ তারকার নাটক রয়েছে ২৭ টি। সেগুলো হলো- ঈদের দিন (২৪ মে,২০২০) ১। নাটক: অ্যারেঞ্জ লাভ পরিচালক: রুবেল হাসান সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: বিকাল ৫:৩০ মিনিটে বাংলাভিশনের পর্দায়। ২। নাটক: দোটানা পরিচালক: সোহেল আরমান সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: সন্ধ্যা ৭:১০ মিনিটে আরটিভির পর্দায়। ৩। নাটক: অবাক প্রেম পরিচালক: বি ইউ শুভ সহশিল্পী: মেহজাবীন দেখবেন: রাত ৯:০০ টায় আরটিভির পর্দায়। ৪। নাটক: লাভ অর ব্রেকাপ পরিচালক: মোহন আহমেদ সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: রাত ৯:০৫ মিনিটে বাংলাভিশনের পর্দায়। ৫। নাটক: ভালোবাসি তুমি আমি পরিচালক: নাজমুল রনি সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: রাত ৯:৩০ মিনিটে এনটিভির পর্দায়। ৬। নাটক: সে ভালোবেসে ছিল পরিচালক: এস আর মজুমদার সহশিল্পী: মেহজাবীন দেখবেন: রাত ১১:০০ টায় এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন ( ২৫ মে,২০২০) ৭। নাটক: হঠাৎ দেখা পরিচালক: কাজল আরেফিন অমি সহশিল্পী: তানজিন তিশা, সারিকা সাবাহ দেখবেন: দুপুর ১২ টায়, ক্লাব ইলেভেন এর ইউটিউব চ্যানেলে। ৮। নাটক: রুদ্র আসবে বলে পরিচালক: মাহমুদুর রহমান হিমি সহশিল্পী: মেহজাবীন দেখবেন: দুপুর ১২ টায় গোল্লাছুট এর ইউটিউব চ্যানেলে। ৯। নাটক: বৃষ্টি ধারা সহশিল্পী: মম, মৌসুমী হামিদ দেখবেন: সন্ধ্যা ৭:১০ মিনিটে আরটিভির পর্দায়। ১০। নাটক: ট্যাক্সি ক্যাব পরিচালক: আসাদুজ্জামান আসাদ সহশিল্পী: মৌসুমী হামিদ, এস এন জনি দেখবেন: রাত ৮:০০ টায় একুশে টিভির পর্দায়। ১১। নাটক: বউ তুমি এতো স্যুইট ক্যান পরিচালক: মেহেদী হাসান জনি সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: রাত ৮:০৫ মিনিটে এনটিভির পর্দায়। ১২। নাটক: ডিজে নাচবো তোর বিয়েতে পরিচালক: রুবেল হাসান সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: রাত ১১:৩০ মিনিটে বাংলাভিশনের পর্দায়। ঈদের তৃতীয় দিন (২৬ মে,২০২০) ১৩। নাটক: জিরো গ্রাভিটি পরিচালক: মহিদুল মহিম সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: বিকাল ৫:৩০ মিনিটে বাংলাভিশনের পর্দায়। ১৪। নাটক: টেক কেয়ার পরিচালক: রুবেল হাসান সহশিল্পী: সাফা কবির দেখবেন: রাত ৯:৩০ মিনিটে বাংলাভিশনের পর্দায়। ১৫। নাটক: ক্রেজি লাভ পরিচালক: প্রীতি দত্র সহশিল্পী: মৌসুমী হামিদ দেখবেন: রাত ১১:৩৫ মিনিটে আরটিভির পর্দায়। ১৬। নাটক: লাভ রিয়্যাক্ট পরিচালক: নাজমুল রনি সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: রাত ১১:১০ মিনিটে এনটিভির পর্দায় ঈদের চতুর্থ দিন (২৭ মে,২০২০) ১৭। নাটক: পারফেক্ট ওয়ান পরিচালক: পনির খান সহশিল্পী: সাফা কবির দেখবেন: সন্ধ্যা ৭:৪৫ মিনিটে চ্যানেল আই এর পর্দায়। ১৮। নাটক: এ সুইট লাভ স্টোরি পরিচালক: মিজানুর রহমান আরিয়ান সহশিল্পী: মেহজাবীন দেখবেন: রাত ৯:০০ টায় আরটিভির পর্দায় ১৯। নাটক: ছেলেটা লাজুক পরিচালক: মহিদুল মহিম সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: রাত ৯:০৫ মিনিটে বাংলাভিশনের পর্দায়। ২০। নাটক: হুড তোলা রিকশায় পরিচালক: বি ইউ শুভ সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: রাত ৯:৩০ মিনিটে এনটিভির পর্দায় ঈদের পঞ্চম দিন (২৮ মে,২০২০) ২১। নাটক: বিয়ে পরিচালক: জাকারিয়া সৌখিন সহশিল্পী: মেহজাবীন দেখবেন: সন্ধ্যা ৬:৩৫ মিনিটে বাংলাভিশনের পর্দায়। ঈদের ষষ্ঠ দিন (২৯ মে, ২০২০) ২২। নাটক: ডায়েরির পাতা থেকে পরিচালক: নাজমুল রনি সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: সন্ধ্যা ৭:১০ মিনিটে আরটিভির পর্দায়। ২৩। নাটক: ভালোবাসা নেই পরিচালক: জামান মল্লিক সহশিল্পী : তানজিন তিশা দেখবেন : রাত ১১ টা ১০ মিনিটে এনটিভিতে ২৪। নাটক: আপনার ছেলে কী করে? পরিচালক: সঞ্জয় সমাদ্দার সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: আরটিভির পর্দায়। ২৫। নাটক: ভুলতে পারিনি পরিচালক: বি ইউ শুভ সহশিল্পী: সারিকা, মৌসুমী হামিদ দেখবেন: আরটিভির পর্দায়। ২৬। নাটক: কিলার পরিচালক: বি ইউ শুভ সহশিল্পী: নেহা ২৭। নাটক: মিসিং পরিচালক: কাজল আরেফিন অমি সহশিল্পী: তানজিন তিশা দেখবেন: ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে বাংলাভিশনের পর্দায়। নাটক প্রচার হওয়া প্রসঙ্গে অপূর্ব বলেন, করোনা পরিস্থিতিতে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি শুরু থেকে। এরমধ্যে কোন কাজে অংশ নেয় নি। করোনার আগে প্রায় অনেক কাজ করেছি সেগুলো থেকে বেশিরভাগ নাটক এই ঈদে প্রচারে আসছে। তবে কতগুলে কাজ প্রচার হচ্ছে এ বিষয়ে আমি পুরো তালিকা জানিনা। এন এইচ, ২৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cXpdFK
May 24, 2020 at 04:42PM
24 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top