মুম্বাই, ০২ মে - একে একে বিদায় নিচ্ছেন বলিউডের গুণী শিল্পীরা। সম্প্রতি ইরফান খান চলে গেলেন মাত্র ৫৩ বছর বয়সে। এরপরই চলে গেলেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। দুই অভিনেতার মৃত্যুর পরে এখনও থমথমে বলিউড। বিশেষ করে বয়স্ক তারকাদের নিয়ে দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন তাদের ভক্তরা। বলিউডের সনামধন্য অভিনেতাদের মধ্যে একজন হলেন নাসিরুদ্দিন শাহ। বৃহস্পতিবার ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন হতে না হতেই তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। এমনকী, অসুস্থ হয়ে নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও গুঞ্জন ছড়ায়। চিন্তায় পড়ে এই অভিনেতার ভক্তরা। তবে শুক্রবার এক গণমাধ্যমকে নাসিরুদ্দিন শাহের স্বাস্থ্য নিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন এই অভিনেতার ভাইয়ের মেয়ে সায়রা শাহ হালিম। তিনি জানান, নাসিরুদ্দিন শাহ ভাল আছেন। স্ত্রী রত্না পাঠক শাহের সঙ্গে বাড়িতেই রয়েছেন তিনি। নাসিরুদ্দিনের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি অহেতুক গুজব ছাড়া আর কিছুই নয় বলে জানান সায়রা। শুক্রবার সকালে সায়রার বাবার সঙ্গে নাসিরুদ্দিন শাহের সঙ্গে কথা হয়েছে বলেও জানান সায়রা। এন এইচ, ০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WfZGAt
May 02, 2020 at 06:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top