মুম্বাই, ১২ মে - সেই ২০১৬ সাল থেকে এক নম্বর পজিশনে বিরাট কোহলির দল। ৪২ মাস ধরে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানটা দখলে রেখেছিল ভারত। সম্প্রতি প্রকাশিত আইসিসির র্যাংকিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে দলটির। ভারতকে হটিয়ে এক নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া, দুইয়ে নিউজিল্যান্ড। অথচ এর মধ্যে খুব একটা খারাপ করেনি ভারত। কেনইবা হঠাৎ এক থেকে তিনে নেমে গেল? ভক্ত-সমর্থকদের মনে সন্দেহ। তাদের মনের সন্দেহ এক বিবৃতিতে পরিষ্কার করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বর্তমান চক্রে বাদ দেয়া হয়েছে ভারতের ২০১৬-১৭ মৌসুমের রেকর্ড। ওই সময়টায় ১২টি টেস্ট জেতে তারা, হারে মাত্র একটিতে। এমন সফল একটি মৌসুম বাদ পড়ার প্রভাব র্যাংকিংয়ে পড়েছে। তবে আইসিসির এমন যুক্তিতেও খুশি হতে পারছেন না ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। ভারতের অবনমনে কি তিনি বিস্মিত? এমন প্রশ্নে গম্ভীর বলেন, না, আমি বিস্মিত নই। কারণ আমি এসব পয়েন্ট আর র্যাংকিং সিস্টেমে বিশ্বাসই করি না। এর মধ্যে সম্ভবত সবচেয়ে বাজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। দেশের বাইরে টেস্ট জিতলেও যেখানে সমান পয়েন্ট রাখা হয়েছে। এটা হাস্যকর। অস্ট্রেলিয়া কিভাবে এক নম্বর পজিশনে এলো, সেটি নিয়েই বরং প্রশ্ন গম্ভীরের। ভারতের মাটিতে চার টেস্টের সিরিজে হার আছে অসিদের। উপমহাদেশের কন্ডিশনে এই দলটির করুণ অবস্থা কেন আইসিসির চোখে পড়েনি বুঝতে পারছেন না ভারতের সাবেক ওপেনার। গম্ভীরের ভাষায়, আমার মতে, ভারতেরই সেখানে থাকার কথা (এক নম্বরে)। অস্ট্রেলিয়ার কথা কি বলব...আমার তো যথেষ্ট সন্দেহ হয়, কিসের ভিত্তিতে আপনারা অস্ট্রেলিয়াকে র্যাংকিংয়ে এক নম্বরে নিয়ে আসলেন? ঘরের বাইরে তাদের অবস্থা রীতিমত করুণ, বিশেষ করে এই উপমহাদেশে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LgRfQa
May 12, 2020 at 05:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top