কলকাতা, ২৩ মে - ঘূর্ণিঝড় আমফানে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলায় মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার মানুষ৷ ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত সাড়ে ১০ লক্ষ বাড়ির ক্ষতি হয়েছে বলে খবর৷ সূত্রে খবর, ,বাংলায় যে ৮৬ জনের মৃত্যু হয়েছে,এদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের৷ এছাড়া গাছ পড়ে ২৭ জন, দেওয়াল চাপা পড়ে ২১ জন ও ছাদ ভেঙে পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে৷ পাশাপাশি, জমা জলে ডুবে ৩ জন, সাপের কামড়ে একজন, ঘর ভেঙে ২ জন এবং আতঙ্কে ২ জনের মৃত্যু হয়েছে। ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে মারা গিয়েছেন আরও ২ জন৷ শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ১৯ জনের৷ রাজ্যের তরফে মেলা পরিসংখ্যান অনুযায়ী, রাজ্য মোট ৩৮৪টি ব্লক ও পুরসভা এলাকার ক্ষতি হয়েছে।ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত সাড়ে ১০ লক্ষ বাড়ির ক্ষতি হয়েছে৷ ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে মোট ১ লক্ষ ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ দুর্গতদের সহায়তায় ৫ হাজার ১৩৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে প্রায় ৬ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা৷ এরপর দুই মেদিনীপুর,হাওড়া, হুগলি এবং নদীয়া৷ ব্যাপক ক্ষতি হয়েছে কলকাতারও৷ প্রসঙ্গত,শুক্রবার হেলিকপ্টারে সাইক্লোন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি সব ঘুরে দেখেছি। বাংলার এই কঠিন সময়ে বাংলার পাশে থাকব। বাংলা যাতে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য ভারত সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পশ্চিমবঙ্গকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়ে তিনি বলেন, ১০০০ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি, মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ২৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zXkVzr
May 23, 2020 at 06:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top