ক্যানবেরা, ০২ মে - করোনা মহামারীর মধ্যেই র্যাংকিংয়ের নতুন আপডেট প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে বড় সুসংবাদই পেয়েছে অস্ট্রেলিয়া। দুই ফরম্যাটের শীর্ষে উঠে গেছে তারা। নিচে নামিয়ে দিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানকে। শুক্রবারের (১ মে) আপডেট অনুযায়ী বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক নম্বর দল অস্ট্রেলিয়া। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, বাড়িয়েছে পয়েন্ট ব্যবধান। ২০১৬ সালের অক্টোবর থেকে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ছিল ভারত। প্রায় চার বছর পর তাদের তিন নম্বরে নামিয়ে দিয়েছে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শীর্ষে ওঠা অস্ট্রেলিয়ার রেটিং ১১৬ এবং নিউজিল্যান্ডের রয়েছে ১১৫ পয়েন্ট। ভারত খুইয়েছে ২ রেটিং পয়েন্ট, ১১৪ রেটিং নিয়ে তাদের অবস্থান এখন তৃতীয়। অন্যদিকে টি-টোয়েন্টিতে প্রায় ২৭ মাস ধরে শীর্ষে ছিল পাকিস্তান। তাদের আধিপত্যের ইতি ঘটিয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। বর্তমানে তাদের রেটিং ২৭৮। অন্যদিকে ১০ পয়েন্ট হারিয়ে পাকিস্তান নেমে গেছে চার নম্বরে। তাদের বর্তমান রেটিং ২৬০। শীর্ষস্থানে রদবদল ঘটেনি ওয়ানডে ফরম্যাটে। উল্টো তিন রেটিং পয়েন্ট বাড়িয়ে ১২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই নম্বরে থাকা ভারতের সংগ্রহ ১১৯। এর আগের আপডেটে দুই দলের পার্থক্য ছিল ৬, যা এখন বেড়ে দাঁড়াল আটে। এবারের র্যাংকিং আপডেট বাংলাদেশের জন্য তেমন ফলপ্রসু হয়নি। টেস্টে ৫ রেটিং খোয়ালেও নয় নম্বরেই রয়েছে টাইগাররা। ওয়ানডেতে বেড়েছে ১ রেটিং পয়েন্ট, বর্তমানে ৮৮ রেটিং নিয়ে অবস্থান সপ্তম। তবে টি-টোয়েন্টিতে ২২৯ রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠেছে বাংলাদেশ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3d8sHoy
May 02, 2020 at 06:30AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন