ঢাকা, ২৮ মে - বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ছিলো গত ২৫ মে। ঈদ উৎসবের মধ্যেই পার হয়ে গেছে কবির জন্মদিন। প্রিয় কবিকে শ্রদ্ধা জানিয়ে কবির গান কণ্ঠ তুলেছেন এই সময়ের কণ্ঠশিল্পী কাজল আরিফ। আজ বৃহস্পতিবার অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলের গানের ব্যানারে প্রকাশ হয়েছে কাজী নজরুল ইসলামের আল্লাহকে যে পাইতে চাই শিরোনামের ইসলামী গানটি। এই প্রথম কাজল আরিফের কণ্ঠে কোনো ইসলামী গান প্রকাশ হলো। নতুন এই গান প্রসঙ্গে কাজল আরিফ বলেন, বেশ যত্ন নিয়ে গানটি গেয়েছি আমি। ছোটবেলা থেকে এই গানটি আমার ভীষণ প্রিয়। গানটি গেয়ে শ্রোতাদের কাজে হাজির করতে পেরে অনেক ভালো লাগেছে। আশাকরি গানটি সবার ভালো লাগবে। প্রসঙ্গত, ২০১৩ সালে প্রকাশ পায় কাজল আরিফের প্রথম একক অ্যালবাম নতুন একটা প্রেমে পড়ো। এর মেঘে মেঘে, জানতে ইচ্ছে করে ও রাজা শিরোনামের গানসহ বেশ কয়েকটি গান শ্রোতা মহলে বেশ জনপ্রিয়তা পায়। এরপর তার গাওয়া স্বপ্ন ছেঁড়া ও কসম দিলাম, বর্ষাবরণ গানের মিউজিক ভিডিও গানপ্রেমীদের মাঝে বেশ সাড়া জাগায়। পাশাপাশি অজানা পথে এবং কেউ নই কারো আপন গানগুলো কাজল আরিফকে বেশ পরিচিতি এনে দেয়। এন এইচ, ২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TMi03Q
May 28, 2020 at 01:48PM
28 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top