নিজের প্রিয় একাদশ গঠনের জোয়ারে গা ভাসিয়ে এবার দশক সেরা ওয়ানডে একাদশ বানিয়ে ফেলেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। দলে অল-রাউন্ডার হিসেবে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তবে আশ্চর্যজনকভাবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের কোনো ক্রিকেটারই সাবেক ক্যারিবীয় পেসারের একাদশে সুযোগ পাননি! পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারেরও দলে জায়গা হয়নি। রোহিত শর্মা : ইয়ান বিশপের দলের হয়ে ওপেন করবেন রোহিত শর্মা। হিটম্যান এই ফরম্যাটে তিন বার ডাবল সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ডে হওয়া গত বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরি করেছিলেন তিনি। যা রেকর্ড। বড় ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তার। ডেভিড ওয়ার্নার : রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন ডেভিড ওয়ার্নার। এতে সৃষ্টি হবে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন। অস্ট্রেলিয়ার ওপেনার বিধ্বংসী মেজাজে শুরু করেন। দলকে টানার ক্ষমতা রয়েছে তার। গত বিশ্বকাপে রোহিতের মতো ওয়ার্নারও ছিলেন ধারাবাহিক। বিরাট কোহলি : তিন নম্বরে থাকছেন বিরাট কোহলি। তিনি হলেন চেজমাস্টার। তবে শুধু রান তাড়া করাই নয়, প্রথমে ব্যাট করে দলকে বড় রানের নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পারেন। এই ফরম্যাটে ৪৩ সেঞ্চুরি করে ফেলেছেন। গড় ৫৯.৩৩। এবিডি ভিলিয়ার্স : দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স নামবেন চার নম্বরে। তাকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান বলা হয়। মাঠের সব প্রান্তে শট খেলার অবিশ্বাস্য দক্ষতা রয়েছে তার। ওয়ানডেতে ৫৩.৫০ গড়ে করেছেন ৯৫৭৭ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ২৫টি। রস টেইলর : পাঁচে রস টেলর। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান ৪৮.৪৪ গড়ে করেছেন ৮৫৭৪ রান। আছে ২১টি সেঞ্চুরি। চাপের মধ্যে দলকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তার। টেইলরের দীর্ঘদিন খেলার বিশাল অভিজ্ঞতাও প্রতিপক্ষ বোলারাদের চাপে ফেলবে। সাকিব আল হাসান : বিশপের দলের অল-রাউন্ডার হলেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই বাঁহাতি সুপারস্টার ব্যাটে-বলে দলের সম্পদ। ওয়ানডেতে ব্যাটে ৬৩২৩ রান করার পাশাপাশি ২৬০ উইকেটও নিয়েছেন তিনি। গত বিশ্বকাপে তিন নম্বরে নেমে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। বোলিংয়েও ছিলেন অনন্যসাধারণ। মহেন্দ্র সিং ধোনি : দলের অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। উইকেটকিপার ও ব্যাটসম্যান মিলিয়ে ধোনি হলেন দলের থ্রিডি ক্রিকেটার। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হওয়ার পাশাপাশি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফিনিশারও তিনি। তাছাড়া উইকেটের পেছন থেকে বোলারদের নির্দেশ দেওয়াতে ধোনির অভিজ্ঞতা দারুণ কাজে দেবে। মিচেল স্টার্ক : নতুন বল হাতে ইনিংস শুরু করেবেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার ২২.২২ গড়ে নিয়েছেন ১৭৮ উইকেট। স্ট্রাইক রেট ২৬.১। পাঁচ উইকেট নিয়েছেন ৭ বার। এর সঙ্গে লোয়ার অর্ডারে বড় শট খেলতে পারেন। ডেল স্টেইন : স্টার্কের উদ্বোধনী বোলিং পার্টনার হবেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার গতির সঙ্গে সুইং মিশিয়ে ব্যাটসম্যানদের বিপদে ফেলে দেন। এই সময়ের সেরা পেসারদের তালিকায় স্টেইন ওপরের দিকেই আছেন। ওয়ানডেতে ২৫.৯৫ গড়ে তিনি নিয়েছেন ১৯৬ উইকেট। লাসিথ মালিঙ্গা : শ্রীলঙ্কা ইয়র্কার মাস্টার লাসিথ মালিঙ্গা থাকছেন একাদশের তৃতীয় পেসার হিসেবে। তাকে স্লগ ওভারে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে হবে। এই ফরম্যাটে ৩৩৮ উইকেট নিয়েছেন মালিঙ্গা। স্লিং অ্যাকশনের মালিঙ্গাকে পিটুনি দেওয়া খুবই কঠিন। রশিদ খান : স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন আফগানিস্তানের রশিদ খান। এই লেগস্পিনার গুগলি-ফ্লাইটের কারিকুরিতে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারেন। অফিসিয়াল বয়স এখন ২১। ১৮.৫৪ গড়ে এর মধ্যেই নিয়ে ফেলেছেন ১৩৩ উইকেট। সূত্র: কালের কণ্ঠ আর/০৮:১৪/২৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zC7zIY
May 28, 2020 at 04:35PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.