কলকাতা, ২১ মে- সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডবে গোটা পশ্চিমবঙ্গ তছনছ হয়ে পড়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাষ্যে, পশ্চিমবঙ্গ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ে দক্ষিণবঙ্গের ৯৯.৯৯ শতাংশ অঞ্চল প্রভাবিত বলেও জানিয়েছেন মমতা। বুধবার (২০ মে) সন্ধ্যায় ঝড়টি উপকূলে আঘাত হানতে শুরু করার পর মধ্যরাত পর্যন্ত চলছিল তাণ্ডব। এরইমধ্যে আম্ফানের প্রলয়লীলার বেশ কিছু ছবি স্থানীয় সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখুন তার কয়েকটি। গাছ উপড়ে পড়েছে কাঁচা বাড়ির ওপর কলকাতার রাস্তায় জলাবদ্ধতা গোটা ঘর তছনছ আম্ফানের প্রলয়লীলা সড়কে রাস্তায় রাস্তায় উপড়ে পড়েছে গাছ, তা সরাচ্ছেন নিয়োজিত কর্মীরা উপড়ে পড়েছে গাছ, ছিন্নভিন্ন বৈদ্যুতিক লাইন সড়কে উপড়ে পড়েছে গাছ প্রকাণ্ড গাছ উপড়ে পড়েছে রাস্তায়, যান চলাচল বন্ধ তীব্র বাতাসে গাড়ি উল্টে পড়ে আছে রাস্তায় কলকাতার রাস্তায় বন্যার মতো পানি, তাতে ডুবে গেছে ট্যাক্সি ক্যাব, টুইটারে ছড়িয়েছে এ ছবি আম্ফানের আঘাতের মধ্যেই সাংবাদিকদের ব্রিফিংকালে ঝড়ের ভয়াবহতার চিত্র তুলে ধরে মমতা বন্দোপাধ্যায় বলেন, গোটা ধ্বংসের চিত্র বুঝতে ১০ থেকে ১২ দিন লেগে যাবে । এক দিনে এই ক্ষয়ক্ষতি পরিমাপ করা সম্ভব নয়। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LMC6X3
May 21, 2020 at 09:29AM
21 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top