টরন্টো, ৩০ মে- সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুম ভার্চুয়াল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে গতো ১৮ মে ২০২০ সোমবার বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, কানাডার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সদস্যদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমৃদ্ধ এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগীতব্যক্তিত্ত্ব ইখতিয়ার ওমর। সভার শুরুতে সংস্থার গঠন তন্ত্রের চূড়ান্ত খসড়ার উপর সকল সদস্য বিস্তার আলোচনা ও গঠনমূলক মতামত প্রদান করেন। একটি অত্যন্ত অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্থা পরিচালনা পরিষদ ও কার্যকরী পরিষদ গঠন করা হয়। নবগঠিত চার বছর মেয়াদি পরিচালনা পরিষদের সদস্যরা হলেন- ওয়াহিদ আসগর, আজিজুল মালিক, মাহমুদুল আনাম, শহিদ খন্দকার টুকু, পার্থ সারথি সিকদার। নবগঠিত ২বছর মেয়াদি কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- সভাপতি: ইখতিয়ার ওমর সহসভাপতি: নবিউল হক বাবলু সাধারণ সম্পাদক: চিত্রা সরকার সহ-সাধারণ সম্পাদক: হাবিব আহমেদ কোষাধ্যক্ষ: জিবিনা সঞ্চিতা হক অনুষ্ঠান সমন্বয়কারী: মমতাজ মমতা সাধারণ সভায় উপস্থিত সদস্যরা হলেন- ইখতিয়ার ওমর, নাদিরা ওমর, নবিউল হক বাবলু, জিবিনা সঞ্চিতা হক, পার্থ সারথি সিকদার, হাবিব আহমেদ, আয়েশা ফরিদ, মমতাজ মমতা, শহিদ খন্দকার টুকু, মনজুর আহমেদ, কুমকুম বল, সাবরিনা হাসান, দিল আফরোজ রুমা, ফারহানা শান্তা, মোনালিসা চৌধুরী, পারভীন হোসেন, মুক্তি প্রসাদ, জ্যানেট মেরী গোমেস, সুভাষ দাস, স্নিগ্ধা চৌধুরী, ভ্যালেন্টিনা ভৌমিক এবং চিত্রা সরকার। পরিশেষে, আয়োজনকে সাফল্যমন্ডিত করবার জন্য সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং পরিসমাপ্তি টানে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3dubbvD
May 30, 2020 at 02:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top