ঢাকা, ১৩ মে - কোচ-খেলোয়াড়সহ ৬ জন বিদেশি ছিলেন আবাহনীতে। এরমধ্যে দুইজন নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। চলে যাওয়া একজন পর্তুগিজ কোচ মারিও লেমস, আরেকজন মিশরীয় ডিফেন্ডার আলাইদন নসর এলমাগরাবি। সোমবার রাতে কোচ চলে গেছেন দক্ষিণ কোরিয়া। তার আগে ৫ মে ভারত হয়ে নিজ দেশে ফিরে গেছেন মিশরীয় ডিফেন্ডার। আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, কোচ মারিও লেমস বিয়ে করেছেন দক্ষিণ কোরিয়ায়। দেশটির নাগরিকদের ফিরিয়ে নিতে ঢাকা এসেছিল চার্টার্ড বিমান। স্ত্রীর আবেদনে ওই বিমানে চড়ার সুযোগ হয় পর্তুগিজ কোচের। আর মিশরীয় ডিফেন্ডার বাংলাদেশ বিমানে দিল্লি গিয়েছিলেন। সেখান থেকে মিশর সরকারের পাঠানো চার্টার্ড বিমানে অন্য নাগরিকদের সঙ্গে দেশে ফিরেছেন আলাইদন নসর এলমাগরাবি। এর আগে এভাবে বিশেষ বিমানে নিজেদের গন্তব্যে চলে গেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ক্রোয়েশিয়ান কোচ মামিচ, মোহামেডানের ইংলিশ কোচ শন লেন, ব্রাদার্স ইউনিয়নের ইরানী বংশোদ্ভূত জার্মান কোচ রেজা পার্কাস, বাংলাদেশ পুলিশের সাইপ্রাসের কোচ নিকোলাসসহ বিভিন্ন ক্লাবের বেশ কয়েকজন ফুটবলার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35UXNNS
May 13, 2020 at 04:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top